কৌশিক দাস, ইন্ডিয়া নিউজ বাংলা : সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির মধ্যে চলছে কলকাতা পুরসভার ভোটগ্রহণ। কোথাও বুথ দখল, কোথাও বোমাবাজি, কোথাও এজেন্টদের মারধর, আবার কোথাও অবাধে ছাপ্পার অভিযোগ তুলেছেন বিরোধীরা। একাধিক ক্ষেত্রে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ বিরোধীদের। এবার অবাধ ও শান্তিপূর্ণভাবে পুরভোট হচ্ছে না বলে বাঘাযতীনে পথ অবরোধ বামকর্মী সমর্থকদের। বাঘাযতীন মোড়ে দলীয় পতাকা নিয়ে রাস্তায় বসে পড়েন বামকর্মীরা। অভিযোগ ভোটদানে বাধা দিচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি এলাকার বেশ কয়েকটি বুথে বাম এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তুলল লাল ব্রিগেড।
Leftists block road in Baghajatin More demanding re-election in 4 wards ভোট লুট করছে তৃণমূল, পুনর্নির্বাচনের দাবিতে বাঘাযতীনে অবরোধে বামেরা
বাঘাযতীন মোড়ে সিপিআইএম নেতা শমীক লাহিড়ী অভিযোগ করেন, ‘আমাদের সব এজেন্টদের মেরে বের করে দেওয়া হয়েছে। আমাদের দাবি ১০১, ১০২, ১০৯ ও ১১০ নম্বর ওয়ার্ডে পুনর্নির্বাচন করতে হবে। পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাই রাস্তা অবরোধ করতে আমরা বাধ্য হয়েছি।’
Leftists block road in Baghajatin More demanding re-election in 4 wards ভোট লুট করছে তৃণমূল, পুনর্নির্বাচনের দাবিতে বাঘাযতীনে অবরোধে বামেরা
এদিন বাঘাযতীন মোড়ে রাস্তা অবরোধে সামিল এক বামকর্মী অভিযোগ করেন, ‘বাইরে থেকে লোক নিয়ে এসে ছাপ্পা ভোট করাচ্ছে সকাল থেকে। বুথ থেকে আমাদের বের করে দিয়েছে। এজেন্টদের মারধর করছে। বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে।’ ১০১ নম্বর ওয়ার্ডের বামপ্রার্থী অতনু চট্টোপাধ্যায় অভিযোগ করেন, ‘কেন্দুয়া গার্লস স্কুলে বুথ দখল করে ভোট দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে।’ এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। তবে সব অভিযোগই অস্বীকার করছে শাসক দল তৃণমূল।
——
Published by Subhasish Mandal