রণজিৎ দাস, মালদা, ইন্ডিয়া নিউজ বাংলা : নিষিদ্ধ কাশির সিরাপ ফেনসিডিল পাচারের সময় বিএসএফ-এর গুলিতে নিহত এক বাংলাদেশি পাচারকারী। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগরের চৌকি নওয়াদা এলাকায়। মৃত ওই পাচারকারী বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ধূলিপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। নাম ইব্রাহিম শেখ।
বিএসএফ সূত্রে খবর, ২২ ডিসেম্বর রাত দেড়টা নাগাদ আন্তর্জাতিক কাঁটাতারের কাছে ভারতীয় ভূখণ্ডে ১৫ থেকে ২০ জনের সশস্ত্র একটি দলকে ব্যাগ সমেত সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় ৭০ নং ব্যাটালিয়নের কর্তব্যরত জওয়ানদের। তাঁরা ওই দলটিকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা হাঁসুয়া ও ইট-পাথর নিয়ে আক্রমণ চালায়। ঘটনায় বিএসএফের পাল্টা গুলিতে মৃত্যু হয় এক পাচারকারীর।
ফেনসিডিল পাচারের সময় বিএসএফের গুলিতে হত এক বাংলাদেশি (Drug Trafficker shot dead by BSF in Malda)
জানা গেছে, বাংলাদেশে কাশির সিরাপ ফেনসিডিলের চড়া দামের লোভে সীমান্ত দিয়ে ভারত থেকে তা পাচারের উদ্দেশে জড়ো হয়েছিল দলটি। ঘন কুয়াশার সুযোগ নিয়ে পাচারকারীরা ভারতীয় ভূখণ্ডের ভেতরে চলে এসেছিল বলে খবর। বিএসএফ জওয়ানদের গুলিতে আহত পাচারকারীকে ঘটনাস্থলে ফেলে পালায় বাকি দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে একটি মোবাইল, দুটি হাঁসুয়া এবং প্রায় দুশো বোতল ফেনসিডিল উদ্ধার করে বিএসএফ। আহত পাচারকারীকে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে আসা হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মেডিক্যাল কলেজের মর্গে মৃত পাচারকারীর দেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। ইতিমধ্যেই চোরাচালান বিষয়ে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবিকে অভিযোগ জানিয়েছে বিএসএফ।
————-
Published by Subhasish Mandal