রনিক দত্ত, বিধাননগর, ইন্ডিয়া নিউজ বাংলা : সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নয়া প্রতারণার ছক। গ্রেফতার ২ মহিলা-সহ ৫ বিদেশি নাগরিক। দিল্লিতে হানা দিয়ে ৫ অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ডিসেম্বর মাসের ১ তারিখ রাজারহাট কলিপার্কের বাসিন্দা শালিনী রায় বিধাননগর সাইবার ক্রাইম থানায় এসে অভিযোগ জানান যে, বছরের শুরুর দিকে তাঁর সঙ্গে সোশ্যাল মিডিয়া মারফত থেরেসা দেব অঙ্গি নামের এক মহিলার সঙ্গে যোগাযোগ হয়। পার্সোনাল চ্যাট করার সময় ওই মহিলা তাঁকে ভারতীয় শাড়ির কিছু নমুনার ছবি পাঠাতে বলে। তিনি ছবি পাঠানোর পর ওই মহিলা শালিনী দেবীকে জানান যে তিনি প্রচুর পরিমাণ ভারতীয় শাড়ি কিনতে চান। এপ্রিল মাসে অভিযুক্ত মহিলা শালিনী দেবীকে জানান তাঁর জন্যে সে একটি উপহার পাঠাচ্ছেন। সেই উপহারের ছবি পাঠান মহিলার কাছে এবং ট্র্যাকিং আইডি পর্যন্ত পাঠান বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য। ২২ এপ্রিল অভিযোগকারিণী মহিলার কাছে আরও একটি ফোন আসে যেখানে অনিতা নামের একজন মহিলা নিজেকে কাস্টম হাউস এজেন্ট হিসেবে পরিচয় দেয় এবং জানায় উপহারের কাস্টম ক্লিয়ারেন্স করার জন্যে ২৭ হাজার ৫০০ টাকা দিতে হবে। সেই মোতাবেক অভিযোগকারিণী একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে টাকা পাঠায়। তাঁকে একটি মেল মারফত (lyoncourier@gmail.com) রিসিপট পাঠানো হয়। তবে পরবর্তীতে আবারও তাঁকে ফোন করে কাস্টম ক্লিয়ারেন্সের নাম করে টাকা চায় প্রতারকরা। এরপরই বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন শালিনী দেবী।
Cyber Crime: Bidhannagar Police arrested 5 people দিল্লি থেকে ২ মহিলা-সহ ৫ বিদেশি নাগরিককে গ্রেফতার বিধাননগর সাইবার ক্রাইম থানার
অভিযুক্তদের নাম : ১) অনিতা, মণিপুরের বাসিন্দা, ২) থৈমাওজাম শেইতাবালা দেবী, ৩) অন্যেকপোয়ান্নে লেকভিন, ৪) কেনেথ জিম, দক্ষিণ আফ্রিকার বাসিন্দা, ৫) নেলসন, ক্যামেরনের বাসিন্দা
ঘটনার তদন্ত শুরু করে এই ধরনের প্রচুর প্রতারিতদের খোঁজ পায় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই চক্র কলকাতায় ছোট ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের টার্গেট করে এই কর্মসূচি চালাত। অবশেষে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের আইপি ট্র্যাক করে দিল্লিতে হানা দেয় বিধাননগর সাইবার পুলিশের একটি দল। সেখান থেকেই দুজন মহিলা-সহ ৫ জন বিদেশিকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের দিল্লি আদালত থেকে ৫ দিনের ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হয়। আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হবে। এদের সঙ্গে আর কারা জড়িত আছে তা তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
——————
Published by Subhasish Mandal