Tuesday, September 17, 2024
Homeওয়েস্ট বেঙ্গলAbhishek Banerjee has a strong message about unrest ‘অশান্তির ফুটেজ থাকলে সামনে...

Abhishek Banerjee has a strong message about unrest ‘অশান্তির ফুটেজ থাকলে সামনে আনুন, ২৪ ঘণ্টায় ব্যবস্থা’

শুভাশিস মণ্ডল, ইন্ডিয়া নিউজ বাংলা : কলকাতা পুরভোটে সকাল থেকেই দফায় দফায় অশান্তির অভিযোগ। কোথাও ভোট লুট, তো কোথাও আবার বুথের মধ্যেই এজেন্টদের মারধরের অভিযোগ বা ধমকানি-চমকানি।শহরের একাধিক জায়গা থেকে অশান্তির খবর উঠেছে শাসকদলের বিরুদ্ধে। তা নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কোনও অশান্তির ফুটেজ হাতে থাকলে সামনে আনুন। তৃণমূলের কেউ জড়িত আছে প্রমাণ হলে ২৪ ঘণ্টায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

এদিন ৭৩ নম্বর ওয়ার্ডের মিত্র ইন্সস্টিটিউশনে নিজের ভোটাধিকার প্রয়োগ করে অভিষেক আরও জানান, ‘আমরা সবাই চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠভাবে নির্বাচন হোক। পুরসভা নির্বাচনে ফল কী হতে পারে তা অাঁচ করেই বিজেপি সন্ত্রাসের অজুহাত তুলছে। বিজেপি কোথাও এজেন্ট দিতে না পারলে তার দায় তৃণমূলের নয়। কংগ্রেস, বিজেপি সিপিএম একই মুদ্রার দুই পিঠ। ওঁরা একসুরে কথা বলবেন সেটাই স্বাভাবিক। আমরা এলাকার সার্বিক উন্নয়ন চাই। শান্তিপূর্ণ ভোট চাই।’

Abhishek Banerjee has a strong message about unrest ‘অশান্তির ফুটেজ থাকলে সামনে আনুন, ২৪ ঘণ্টায় ব্যবস্থা’

পুরভোটে বিশৃঙ্খলা নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংবাদমাধ্যমকে অনুরোধ করেন, ‘যদি কোনও ফুটেজ থাকে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কাছে তা যেন প্রকাশ্যে আনা হয়। যদি প্রমাণিত হয় যে তৃণমূল কোথাও যুক্ত আছে তাহলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। সাংগঠনিক এবং প্রশাসনিক উভয় স্তরে ব্যবস্থা নেওয়া হবে।’

শিয়ালদায় বোমাবাজির ঘটনা নিয়ে বলতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘৩৬ নম্বর ওয়ার্ডে যে ঘটনা ঘটেছে তাতে পুলিশ সম্ভবত দু’জনকে গ্রেফতার করেছে। বিভিন্ন জায়গায় অভিযান চলছে। কোনও অশান্তির ঘটনা ঘটলে দলমত নির্বিশেষে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। বাকি বিষয় তদন্তসাপেক্ষ। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ব্যবস্থা নেবে।’

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular