সরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ফেরার ডাক
সরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তির জন্য নজিরবিহীন উদ্যোগ শিক্ষক শিক্ষিকাদের
সরকার পোষিত “ইংরেজি মাধ্যম স্কুলে” বেসরকারি স্কুলগুলির মতো একই ধাঁচে নিখরচায় পড়াশোনা করা যায়।
সুপ্রিয় বসাক, ইন্ডিয়া নিউজ, জলপাইগুড়িঃ সরকার পোষিত “ইংরেজি মাধ্যম স্কুলে” বেসরকারি স্কুলগুলির মতো একই ধাঁচে নিখরচায় পড়াশোনা করা যায়। তাই বেসরকারি স্কুল নয় এবার সরকারি স্কুলে ভর্তির আবেদন জানিয়ে রাস্তায় নেমে মাইকিং করলেন জলপাইগুড়ি মেহেরুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক, শিক্ষিকারা।
প্রাক প্রাথমিক ক্লাস থেকে শিশুদের ভর্তি জন্য এবার পথে নেমে হাটে বাজারে গিয়ে নিজেরা মাইকিং করে ও বিভিন্ন বস্তী এলাকায় গিয়ে শিশুদের অভিভাবকদের কাছে ভর্তির আবেদন জানালেন মেহুরনেসা প্রাথমিক ইংরেজি মাধ্যমের প্রধান শিক্ষক ও শিক্ষিকারা। শিক্ষক শিক্ষিকাদের এহেন আবেদনে অভিভাবকদের সারা দিতেও দেখা গেছে।
দায়বদ্ধ ভাবে বস্তি এলাকার ছোট বাচ্চাদের ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তীর আবেদন নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা প্রচার করলেন তারা।
শিক্ষক শিক্ষিকাদের এহেন নজিরবিহীন উদ্যোগে অভিভূত অভিভাবকেরা।
গত এক দশকের বেশি সময় ধরে সরকারি বিদ্যালয়গুলির প্রতি ধীরে ধীরে মানুষের আস্থা হারিয়ে যেতে বসেছিল। দেখা যাচ্ছিলো বেশিরভাগ অভিভাবক তাদের সন্তানকে বেসরকারি স্কুলে ভর্তি করাচ্ছিলেন।
তার উপর গত দুবছর ধরে করোনার প্রভাবে স্কুল গুলি বন্ধ ছিলো। সম্প্রতি নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত স্কুল খুললেও প্রাথমিক স্কুল একেবারে বন্ধ রয়েছে। তাই নতুন প্রজন্মকে স্কুলমুখী করতে অভিনব উদ্যোগ নিলেন শিক্ষকেরা।
উল্লেখ্য প্রাথমিক শিক্ষক সংগঠন সুত্রে জানা গেছে গত বছরের তুলনায় চলতি বছরে জলপাইগুড়ি জেলা জুড়ে প্রাথমিক স্কুলে ভর্তির সংখ্যা কিছুটা হলেও বেড়েছে। ২০১৯ সালে জেলার প্রাথমিক স্কুল গুলিতে ছাত্র ভর্তির মোট সংখ্যা ছিল প্রায় ১লক্ষ ৩ হাজার মতো। ২০২০ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৭ হাজার।
Published By Samyajit Ghosh