ফসলের খেতে ছাগল, গোপনাঙ্গ কাটা গেল যুবকের
রনজিৎ দাস, ইন্ডিয়া নিউজ, মালদাঃ ফসলের খেতে ছাগল ঢুকে যাওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরে এক যুবকের গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় মালদার রতুয়ার চাঁদমনি ১ গ্রাম পঞ্চায়েতের গোরক্ষা পরানপুর গ্রামে।
আহত যুবকের নাম দিলওয়ার হোসেন। অভিযুক্ত প্রতিবেশী জোৎস্না বিবি। জোৎস্না বিবির ছাগল দিলওয়ার হোসেনের ফসলের খেতে ঢুকেছিল। ছাগল ধরে জোৎস্না বিবিকে জানাতে গেলে বিবাদ হয় এবং দিলওয়ারের গোপনাঙ্গে ব্লেড চালানো হয় বলে অভিযোগ। আহত অবস্থায় দিলওয়ারকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় রবিবার রাতে তাঁকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়।
দু তরফেই রতুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
PUBLISHED BY Samyajit Ghosh