পশ্চিমবঙ্গে প্রথম ওমিক্রন ভাইরাসের হদিশ। ৭ বছরের মাসিউর রহমানের শরীরে মিলল করোনার এই নতুন ভ্যারিয়েন্ট।
আবুধাবি থেকে হায়দরাবাদ হয়ে কলকাতায় ফেরে তাঁর পরিবার। শিফুটির বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কার বেনিয়া গ্রামে। হায়দরাবাদে শিশুটির করোনা পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজেটিভ আসে। তখন সেটি জিনোম সিকোইন্সিং-এর জন্য পাঠানো হয়। বুধবার ৭ বছরের মসিউর রহমানের শরীরে ওমিক্রন ভাইরাস ধরা পরে। সেই দিক থেকে দেখতে গেলে মাসিউরই রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্ত। সেক্ষেত্রে কোনওভাবেই যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেজন্য ইতিমধ্যেই শিশুটির সংস্পর্শে আসা প্রত্যেককে খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে।
বর্তমানে শিশুটি অবশ্য মালদার কালিয়াচক থানার বালিয়াডাঙায় মামার বাড়িতে রয়েছে। খবর ছড়িয়ে পড়তেই মালদা জেলার স্বাস্থ্যকর্মীরা গ্রামে পৌঁছায় এবং শিশু সহ তাঁর পরিবারের লোকজনদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনা জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়েছে মালদা জুড়ে।
মালদা ও মুর্শিদাবাদ থেকে রাজীব ঘোয ও রণজিৎ দাসের রিপোর্ট