পীযূষ সরকার, দক্ষিণ দিনাজপুর, ইন্ডিয়া নিউজ বাংলা : চোর অপবাদে গণধোলাই দিয়ে এক যুবককে মেরে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুরের অশোক গ্রামের দু’মুঠো এলাকায়। মৃত যুবকের নাম মঞ্জুরুল হোসেন। বয়স ২৭ বছর।
এলাকা সূত্রে জানা যায়, গত কাল রাতে বাইক নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিল মঞ্জুরুল। তখনই একদল যুবক তাঁকে গাড়ি থামিয়ে মঙ্গলু রায় নামে এক ব্যক্তির বাড়িতে নিয়ে যায়। সেখানে একটি গাছের মধ্যে বেঁধে তাঁকে বেধড়ক মারধর করতে থাকে একদল যুবক। চোর সন্দেহে মারধর করেন মঙ্গলু রায়, তার দুই ছেলে-সহ ওই এলাকার কয়েকজন যুবক। ঘটনার কথা চাউড় হতেই মঞ্জুরুলের পরিবার ঘটনাস্থলে গিয়ে বহু কাকুতি-মিনতি করলেও তাঁকে না ছেড়ে বেধড়ক মারতে থাকে। পাশাপাশি মঞ্জুরুলের পরিবারকে বলা হয় তাঁদের ছেলে চুরি করেছে, সেই কারণেই মারধর করা হচ্ছে।
বাজার থেকে বাড়ি ফেরার পথে চোর সন্দেহে মারধর Gangarampur murder
ঘটনার পর আক্রান্তের পরিবার গঙ্গারামপুর থানায় খবর দিলে পুলিশ পৌঁছনোর আগেই মৃত্যু হয়ে মঞ্জুরুলের। ঘটনার পরেই অভিযুক্ত বাড়ির মালিক-সহ মারধরকারীরা ঘটনাস্থল থেকেই চম্পট দেয়। মৃতের পরিবারের দাবি, গোয়াতে শ্রমিকের কাজ করে মঞ্জুরুল। কিছুদিন আগেই গ্রামের বাড়িতে এসেছিলেন তিনি। আগামী ১ ফেব্রুয়ারি ফের গোয়ায় ফিরে যাওয়ার কথা ছিল তাঁর। শুধু শুধু মিথ্যে অপবাদ দিয়ে বেধড়ক মারধর করে মেরে ফেলা হয়েছে মঞ্জুরুলকে। দোষীদের কঠোরতম শাস্তির আর্জি জানিয়েছেন মৃত যুবকের পরিবারের সদস্যরা।
—–
Published by Subhasish Mandal