Friday, November 22, 2024
Homeরাজ্যজলপাইগুড়িYaba Tablets Recovered কলকাতায় পাচারের আগে ৬৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, জলপাইগুড়িতে...

Yaba Tablets Recovered কলকাতায় পাচারের আগে ৬৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, জলপাইগুড়িতে গ্রেফতার দুই, বাজেয়াপ্ত ট্রাক

সুপ্রিয় বসাক, জলপাইগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা: Yaba Tablets Recovered গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে গোশালা মোড়ে জাতীয় সড়ক থেকে কোতোয়ালি থানার সহযোগিতায় একটি ট্রাক বাজেয়াপ্ত করে এসটিএফ (স্পেশাল টাস্ক ফোর্স)। ওই ট্রাকে তল্লাশির পর গোপন চেম্বার থেকে ইয়াবা ট্যাবলেটের অসংখ্য প্যাকেট পাওয়া যায় বলে দাবি এসটিএফের। উদ্ধার ইয়াবা ট্যাবলেটের দাম প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা। পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়। পাচারের কাজে ব্যবহৃত একটি ট্রাক বাজেয়াপ্ত হয়েছে।

পাচারকারীদের মূল শেকড়ে পৌঁছতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় এসটিএফ। এই বিষয়ে এসটিএফে পুলিশ সুপার জসপ্রীত সিং জানিয়েছেন, ‘কলকাতায় পাচারের আগে জলপাইগুড়ি জাতীয় সড়ক থেকে প্রচুর ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। তদন্ত চলছে।’

Yaba Tablets Recovered

আরও পড়ুন : Maoist Bandh at Jungle Mahal মাওবাদীদের ডাকা বাংলা বনধে ব্যাপক সাড়া জঙ্গলমহলে

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular