Monday, November 25, 2024
HomeBreakingWB Weather: শীতের আমেজের মাঝেই চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃষ্টির সম্ভাবনা বঙ্গে?

WB Weather: শীতের আমেজের মাঝেই চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃষ্টির সম্ভাবনা বঙ্গে?

বঙ্গে শীতের আমেজে মনোরম পরিবেশ৷ পারদ ধীরে ধীরে নিম্নগামী৷ আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী রবিবার কোথায় কত তাপমাত্রা ছিল, একনজরে তা দেখে নেওয়া যাক-

কোথায়, কত তাপমাত্রা?

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস
কল্যাণীতে ১৫ ডিগ্রি সেলসিয়াস
ব্যারাকপুরে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস
কৃষ্ণনগরে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস
বর্ধমানে ১৫ ডিগ্রি সেলসিয়াস
পানাগড়-আসানসোলে ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস সিউড়িতে ১৪ ডিগ্রি সেলসিয়াস

একনজরে উত্তরবঙ্গের তাপমাত্রা

দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৬ ডিগ্রি সেলসিয়াস
কালিম্পঙের তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস

আরও পড়ুন: Cyclone DANA: আর কিছুক্ষণ! ‘ডানা’র প্রভাবে ভাসতে পারে দক্ষিণবঙ্গ?

হাওয়া অফিসের পূর্বাভাস

এদিকে, অন্ধ্রপ্রদেশ, কেরল, তামিলনাড়ু, পন্ডিচেরি প্রভৃতি বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দক্ষিণ ভারতের আবহাওয়ার প্রভাবে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপের ফলে আবহাওয়ায় কিছুটা বদল হলেও হতে পারে৷ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইতিমধ্যেই৷

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular