একদিকে দিল্লিতে তৃণমূলের মেগা কর্মসূচি, অন্যদিকে ইডির তলব! নিয়োগ দুর্নীতিতে গত কয়েকদিন আগেই অভিষেক ব্যানার্জীকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মতো আজ মঙ্গলবার হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। যদিও আগেই অভিষেক সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানিয়েছেন যে, ইডির তলবে হাজিরা দিচ্ছেন না। দিল্লিতে রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকবেন বলেও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। যদিও সোমবার গভীর রাত পর্যন্ত তদন্তকারী সংস্থাকে কোনও তথ্য ডায়মন্ডহারবারের সাংসদের তরফে জানানো হয়নি। এমনকি মঙ্গলবার সকাল পর্যন্তও হাজিরা না দেওয়ার বিষয়ে ইডিকে কোনও তথ্য দেওয়া হয়নি বলেই খবর। এই অবস্থায় অভিষেক হাজিরা দিতে পারেন বলেই মনে করছে ইডি। আর সেই মতো তদন্তকারী সংস্থা প্রস্তুতি নিচ্ছে বলে খবর। যদিও কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়েছেন, তিন অক্টোবরে তদন্তের ক্ষেত্রে কোনও যাতে ব্যাহত না হয়। এই বিষয়ে ইডির আধিকারিকদের নিশ্চিতও করতে বলেন। সেখানে দাঁড়িয়ে সত্যিই যদি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তদন্তের মুখোমুখি আজ না হয় তাহলে আদালতের ফের একবার প্রশ্নের মুখে পড়তে পারে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত ইডির তরফে কোনও মন্তব্য করা হয়নি। এক আধিকারিক বাংলা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় অভিষেক কি লিখেছেন তা গ্রাহ্য হবে না। তিনি যদি না আসতে পারেন তাহলে অবশ্যই সরাসরি দফতরে জানাতে হবে। ফলে হাতে এখনও পর্যন্ত কিছুটা সময় রয়েছে। অভিষেক ব্যানার্জী হাজিরা না দেওয়া নিয়ে কোনও তথ্য দেন কিনা সেদিকেই নজর সবার। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে চাপ বেড়েছে শাসকদলের। ইতিমধ্যে এই ঘটনায় নাম জড়িয়েছে লিপস অ্যান্ড বাউন্ডসের। আর এই সংস্থার সিইও রয়েছেন অভিষেক ব্যানার্জী। কার্যত সংস্থার আধিকারিক হিসাবেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির তদন্তকারী সংস্থা। তবে যদি শেষ পর্যন্ত আদালতে হাজিরা এদিন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড না দেন তাহলে পরবর্তী ধাপ কি হবে তা আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এমনটাই ইডি সূত্রে জানা গিয়েছে।