Tuesday, December 3, 2024
HomeদেশRG Kar: 'হাসপাতালে কীভাবে বহিরাগতরা ঢুকে হামলা করল?' প্রশ্ন শীর্ষ আদালতের

RG Kar: ‘হাসপাতালে কীভাবে বহিরাগতরা ঢুকে হামলা করল?’ প্রশ্ন শীর্ষ আদালতের

আরজি কর হাসপাতালের (RG Kar) কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। ক্ষোভের রেশ ছড়িয়ে পড়েছে বিদেশের মাটিতেও৷ বিচারের দাবিতে সরব আট থেকে আশি সকলেই৷ এদিকে এই ঘটনার ভয়াবহতার কথা উল্লেখ করে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট।

রাজ্যের এই অশান্ত আবহে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আরজি কর হাসপাতালের (RG Kar) নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। শীর্ষ আদালতের নির্দেশ পেয়ে মঙ্গলবারই হাসপাতালে উপস্থিত হয় সিআইএসএফ।

এদিকে, মঙ্গলবার সুপ্রিম কোর্টে ছিল আরজি কর (RG Kar) মামলার শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘‘আমরা আরজি কর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছি।’’ চিকিৎসকেরা যাতে আবার কাজে ফিরতে পারেন, তাই এমন সিদ্ধান্ত, জানায় সুপ্রিম কোর্ট। তবে শুধু হাসপাতাল চত্বরেই নয়, আরজি করের হস্টেলেও নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন : RG Kar Hospital : ‘রাম বামের’ উপর আর জি করে ‘হামলার’ দায় চাপিয়ে সরব Mamata Banerjee!

সুপ্রিম কোর্টের নির্দেশে টাস্ক ফোর্স গঠন

জানা গিয়েছে, দেশের সব হাসপাতালের নিরাপত্তায় ১০ সদস্যের টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই টাস্ক ফোর্সে থাকবেন দশজন চিকিত্‍সক। তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে টাস্ক ফোর্স। কোন কোন দিকগুলিতে নজর রাখবে সে বিষয়টি স্পষ্ট করে দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ৷

মঙ্গলবার সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার৷ তিনি বলেন, ”এটাই তো কাম্য ছিল। রাজ্যের মানুষের এই সরকারের প্রতি আস্থা নেই।”

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular