Wednesday, December 18, 2024
HomeBreakingWB Winter: পাঁচ জেলায় শৈত্যপ্রবাহ! কী বলছে পূর্বাভাস?

WB Winter: পাঁচ জেলায় শৈত্যপ্রবাহ! কী বলছে পূর্বাভাস?

বছর শেষ হতে চলল, অবশেষে দাপট দেখাতে শুরু করেছে শীত। রাজ্যে মরশুমের প্রথম শৈত্যপ্রবাহ (WB Winter) অনুভূত হতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিল। বৃহস্পতিবারই ১৩ ডিগ্রিতে নেমে যায় কলকাতার পারদ। আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে।

West Bengal to experience freezing winter
West Bengal to experience freezing winter

কী জানা যাচ্ছে?

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় শৈত্যপ্রবাহের (WB Winter) পরিস্থিতি থাকবে। এই পাঁচ জেলা হল, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, ও বীরভূম। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই রাতের তাপমাত্রা কম থাকবে এবং রবিবার পর্যন্ত রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়েও দুই থেকে চার ডিগ্রি কম থাকবে।

আরও পড়ুন: Weather Report: জেলায় জেলায় ফের বৃষ্টি? আরও কমবে তাপমাত্রা?

আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গিয়েছে, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক-ঠান্ডা বাতাস (WB Winter) ঢুকছে, যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঠাণ্ডা বাড়ছে। তবে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তুরে হাওয়ার এই দাপটে সর্বত্র থাকবে। এছাড়া কুয়াশার দাপটও থাকবে একইসঙ্গে।

West Bengal to experience freezing winter
West Bengal to experience freezing winter

আবহবিদরা জানাচ্ছেন, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার তাপমাত্রাই ৩-৪ডিগ্রি কমে (WB Winter) যাবে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা থাকবে।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular