অমিত সরকার, ইন্ডিয়া নিউজ বাংলা, কোচবিহার: কোচবিহার জেলার তুফানগঞ্জ পৌরসভার অন্তর্গত ১১ নঃ ওয়ার্ডের বিজেপি প্রার্থী প্রসেনজিৎ বসাককে সকালে অপহরণ করা হয় বলে অভিযোগ করা হয়। এরপর পুলিশ তাকে উদ্ধার করে। এমত অবস্থায় ছাপ্পা ভোট এবং শাসকদলের সন্ত্রাসের বিরুদ্ধে তিনি ও কয়েকজন বিজেপি সমর্থক তুফানগঞ্জ মহুকুমা শাসক দপ্তরের সামনে ধর্নায় বসলে প্রসেনজিৎ বসাক সহ তিন জনকে আটক করে তুফানগঞ্জ থানার পুলিশ। তুফানগঞ্জ এলাকা জুড়ে চলছে ব্যাপক সন্ত্রাস বলে অভিযোগ বিরোধীদের যদিও অভিযোগ অস্বীকার শাসক দলের।
West Bengal Municipal elections 2022: Coochbehar
এর আগে তুফানগঞ্জের ১১ নঃ ওয়ার্ডের বিজেপির প্রার্থী প্রসেনজিৎ বসাকে সকালে অপহরণ করার অভিযোগ ওঠে। অপহরণ নাকি করা হয় তার নিজের ভোটগ্রহণ কেন্দ্র থেকে। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর অবশেষে পুলিশ প্রশাসন তাকে উদ্ধার করে বলে তিনি জানিয়েছেন। এরপর তিনি জানান তিনি ভোট বয়কট করলেন। ওই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন তুফানগঞ্জ পুরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর বলেন – বাঘ, সিংহ, ভালুক, বেলুন সবাই ঢুকেছে তাহলে বিজেপি কেন ঢুকতে পারবে না। বানিয়ে মিথ্যা কথা বলছে এগুলো সবই নাটক। ইভিএম খুললে দেখতে পাবেন বিরোধীরাও ভোট পাচ্ছে। বারংবার বিরোধীরা অভিযোগ করছে তুফানগঞ্জ এ ব্যাপক সন্ত্রাসের। বিজেপি প্রার্থী প্রসেনজিৎ বসাক জানান এই ঘটনার সঙ্গে প্রিসাইডিং অফিসার জড়িত রয়েছে এবং পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে। তিনি আরও বলেন পুলিশ যদি পারে তাহলে তৃণমূল নেতাদের কাপড়-জামা ধুয়ে দিতে পিছপা হবেন না। পশ্চিমবঙ্গ পুলিশের ভূমিকা তাদের জানা রয়েছে এবং পুলিশকে হিজরা বলে তুলোধোনা করলেন বিজেপি প্রার্থী প্রসেনজিৎ বসাক।
Published by Samyajit Ghosh