পার্থ মুখোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুর, ইন্ডিয়া নিউজ বাংলা, West Bengal municipal election, 2022, West Medinipur পশ্চিম মেদিনীপুরে ভোট দিয়ে বেরিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে। এক মহিলা কংগ্রেস কর্মী ভোট দিয়ে বাইরে বেরিয়ে ভোটারদের ২নং বোতাম টিপে ভোট দেওয়ার কথা বলতেই তৃণমূলের কর্মীরা ঘিরে ধরেন ওই কংগ্রেস কর্মীকে । কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন দুই পক্ষের সমর্থকরা। পরে পুলিশ এসে জমায়েত সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
আরও পড়ুন : West Bengal Municipality Election 2022 : LIVE UPDATE রাজ্যের ২০টি জেলার ১০৮ পুরসভায় চলছে ভোট
____
Published by Julekha Nasrin