সোমনাথ মজুমদার, বনগাঁ, ইন্ডিয়া নিউজ বাংলা, West Bengal municipal election 2022, Bongaon বনগাঁ পুরসভার ৯ নং ওয়ার্ডে রিগিং- এর অভিযোগ। শাসকদলের বিরুদ্ধে এই অভিযোগ তুলে ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণের মধ্যেই থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন সিপিআইএম প্রার্থীরা। সিপিআইএম কর্মী সমর্থকদের দাবি, প্রহসনের ভোট বন্ধ করে ফের নতুন করে ভোটের ব্যবস্থা করতে হবে ৯ নং ওয়ার্ডে।
রিগিং-এর অভিযোগে ভোট বয়কটের সিদ্ধান্ত সিপিআইএম- এর West Bengal municipal election 2022, Bongaon
৯ নং ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী শিপ্রা বাইনের অভিযোগ, ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কর্মীরা বুথে ঢুকে ভোটারদের ভোট দিতে না দিয়ে নিজেরাই ভোট দিতে শুরু করেন। বাধা দিতে এলে হুমকির মুখে পড়তে হয় সিপিএম সহ অন্যান্য রাজনৈতিক কর্মীদের। সিপিআইএম প্রার্থীর আরও অভিযোগ, পুলিশের সামনেই রিগিং চললেও কার্যত নীরব দর্শকের ভূমিকা নেয় পুলিশ। সেই কারণেই তারা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। তাদের দাবি, অবিলম্বে সঠিক নিরাপত্তার মধ্য দিয়ে পুনরায় নতুন করে ভোট নিতে হবে ৯নং ওয়ার্ডে। পুুুরো অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী।
আরও পড়ুন : West Bengal Municipality Election 2022 : LIVE UPDATE রাজ্যের ২০টি জেলার ১০৮ পুরসভায় চলছে ভোট