Thursday, November 21, 2024
HomePOLITICS21 July TMC Shahid Diwas : ২১ জুলাই-এর মঞ্চ থেকে আজ কী...

21 July TMC Shahid Diwas : ২১ জুলাই-এর মঞ্চ থেকে আজ কী বার্তা দিলেন মমতা?

লোকসভা ভোটে সাফল্যের পর তৃণমূলের প্রথম বড় কর্মসূচি ছিল রবিবারের এই সভা। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চকে (21 July TMC Shahid Diwas) ঘিরে আজ দলীয় কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। তৃণমূল সুপ্রিমোর বার্তা শুনতে সকাল থেকেই আজ ধর্মতলা চত্বরে জড়ো হয়েছিলেন তৃণমূল নেতা-কর্মী-সমর্থকরা৷

লোকসভা ভোটে বাংলায় এবার ২৯টি আসন নিজেদের দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস। জেলায় জেলায় বিজয় উৎসব হলেও তৃণমূলের তরফে জয়ের কোনও অনুষ্ঠান সেভাবে করা হয়নি। মমতা আগেই জানিয়েছিলেন, লোকসভা ভোটের জয় উদ্‌যাপন করা হবে ২১ জুলাইয়ের মঞ্চে। আজ সভা থেকে এই জয়ের জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি৷ সেই সঙ্গে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যেও বার্তা দেন তিনি৷

‘অন্যায় করবেন না, অন্যায় সহ্যও করবেন না। অন্যায়, দুর্নীতির সঙ্গে কোনও আপোস নয়। অন্যায় করলে তৃণমূল নেতা-কর্মীদেরও গ্রেফতার করা হবে। মা-বোনেদের সম্মান দেবেন, লোভ করবেন না। এখন থেকে কোনও অভিযোগ যেন না আসে। অভিযোগ এলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে’, এদিন একুশের মঞ্চ থেকে জনপ্রতিনিধিদের হুঁশিয়ারি দেন মমতা৷

আরও পড়ুন : Governor Defamation Case : ‘রাজ্যপালকে নিয়ে মর্যাদাহানিকর মন্তব্য নয়’, মমতাকে নির্দেশ কলকাতা হাইকোর্টের

২১ জুলাই-এর ইতিহাস

উল্লেখ্য, ১৯৯৩ সালের ২১ জুলাই যুব কংগ্রেস সভানেত্রী থাকাকালীন সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অভিযান ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১৩ জন যুব কংগ্রেস কর্মী। তৃণমূল তৈরি হওয়ার পর থেকে ফি বছর তারা তাই এই কর্মসূচি পালন করে।

মমতা বন্দ্য়োপাধ্য়ায় এদিন (21 July TMC Shahid Diwas) বলেন, ‘‘তৃণমূল করতে গেলে সকলকে নিয়ে চলতে হবে। যেখানে যেখানে জিতেছেন, সেখানে সেখানে গিয়ে মানুষকে ধন্যবাদ জানাবেন। মানুষের জন্য কাজ করবেন। যেখানে যেখানে আমরা জিতিনি, সেখানকার মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইবেন।’’

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এদিন (21 July TMC Shahid Diwas) ভাষণ দেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব, বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular