ইন্ডিয়া নিউজ বাংলা
কলকাতা রাজ্য বিজেপির অন্দরমহলের ফাটল ক্রমশ চওড়া হচ্ছে। কদিন আগে বিক্ষুদ্ধ নেতাদের কলকাতায় বৈঠক তারপর কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বে বিক্ষুদ্ধ নেতাদের নিয়ে পিকনিক ভাল ভাবে মেনে নিতে পারেনি বিজেপির রাজ্য নেতৃত্ব। বিষয়টি দিল্লীর কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত গড়িয়েছে। এরই মাঝে বিক্ষুদ্ধ নেতাদের শোকজ নোটিশ পাঠানো হল। কারণ দর্শানোর চিঠি পাঠানো হয়েছে রীতেশ তিওয়ারি ও জয়প্রকাশ মজুমদারকে।
রাজ্য বিজেপির কার্যালয় সম্পাদক প্রণয় রায় এই শোকজের চিঠি পাঠিয়েছেন এই দুই নেতাকে।চিঠিতে লেখা হয়েছে, গত কয়েকদিন ধরে দল বিরোধী বিবৃতি দিয়েছেন এই দুই বিজেপি নেতা।লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারিকে। (West Bengal BJP)
এদিকে এই দুই বিজেপি নেতাকে শোকজ করা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে প্রশ্ন করা হলে শান্তনু ঠাকুরের কড়া জবাব ‘আমি আবার এদের নিয়ে বসবো’ যাদের মনোবল ভেঙে গিয়েছে তাদের নিয়ে আবার বসবো। সাংসদ হিসাবে, কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে সবাইকে বোঝানো আমার দায়িত্ব ।আমি আমার লোকসভা কেন্দ্রে আরো পিকনিকের মাধ্যমে ‘সম্পর্ক যাত্রা’ করছি । রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মীরা এবং ভোটারদের এছাড়া বিভিন্ন কমিউনিটির মানুষদের যারা বিজেপি করে তাদের উজ্জীবিত করতে কর্মীসভা হবে জানালেন শান্তনু ঠাকুর । প্রায় এক মাস ধরে রাজ্য কমিটিতে রদ বদল নিয়ে সুর চরিয়েছেন শান্তনু ঠাকুর,সুর তুলেছিলেন কিন্তু দল এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এ বিষয়ে প্রশ্ন করা হলে শান্তনুর বক্তব্য ‘ যা সিদ্ধান্ত নেওয়ার কেন্দ্র নেবে’ তারপর আপনাদের জানাবো । ( West Bengal BJP)