Tuesday, September 17, 2024
Homeরাজ্যWest Bengal Assembly: দুই কাউন্সিলর খুনের ইস্যুতে উত্তাল বিধানসভা পুলিশ মন্ত্রী...

West Bengal Assembly: দুই কাউন্সিলর খুনের ইস্যুতে উত্তাল বিধানসভা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি চেয়ে বিক্ষোভ বিজেপির

ইন্ডিয়া নিউজ বাংলা

BJP protests in assembly over killing of two councilors

কৌশিক দাশ, কলকাতা : দুই কাউন্সিলর হত্যার আঁচ এবার বিধানসভায়। সোমবার সকাল থেকেই এই ইস্যুতে উত্তাল বিধানসভা। আইন শৃঙ্খলার প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। পুলিশ মন্ত্রীর বিবৃতি চেয়ে ওয়াক আউট করেছেন বিজেপি কাউন্সিলররা। বিজেপি বিধায়করা স্লোগান দিচ্ছেন বিধানসভায়। একই দিনে রাজ্যের দুই প্রান্তে দুই কাউন্সিলরের খুনের ঘটনায় তপ্ত বঙ্গ রাজনীতি।

পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর অনুুপম দত্তকে খুন ও ঝালদায়  খুন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু

পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর অনুুপম দত্তকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে। সিসিটিভিতে ধরা পড়েছে সেই দৃশ্য। বাইকের পিছনে বসে ছিলেন কাউন্সিলর। সে সময় আততায়ী বাইকের পিছনে বসে থাকা কাউন্সিলরের মাথায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। ঘটনাস্থলেই  মারা যান কাউন্সিলর। এদিকে, ঝালদায় গুলিতে নিহত হয়েছেন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার কাউন্সিলর অনুপম দত্ত খুনে রবিবার রাতেই গ্রেফতার হয়েছেন মূল অভিযুক্ত। তবে পুরুলিয়ার ঝালদায় কাউন্সিলর খুনের অভিযোগে সোমবার সকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার আঁচে সোমবার সকাল থেকেই উত্তপ্ত বিধানসভা।

BJP protests in assembly over killing of two councilors

শুরুতেই বিজেপি বিধায়করা ওয়াক আউট করেন। দুই কাউন্সিলরের মৃত্যুতে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি চেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। এই দুই খুন প্রসঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম সকালেই প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, “এই ভাবে এক এক করে আমাদের কর্মীকে মেরে তৃণমূলকে শেষ করা যাবে না। আমি এর ধিক্কার জানাই। কাউন্সিলর মেরে কি তৃণমূলকে শেষ করা যাবে? এর পিছনে যারা রয়েছে, তাদেরকে এটা বুঝতেই হবে।”

West Bengal Assembly

আর ও পড়ুন Shootout in Panihati পানিহাটিতে তৃণমূল কাউন্সিলার খুনে গ্রেফতার এক

Publish by Monirul Hossain

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular