Protest to open Tourist centres পর্যটন কেন্দ্র খোলার দাবিতে বিক্ষোভ
কৌশিক বোস,দুর্গাপুর, ইন্ডিয়া নিউজ বাংলা
অবিলম্বে পর্যটন কেন্দ্রগুলিকে নিয়মের মধ্যে দিয়ে খোলা সহ সেই শিল্পে জড়িত গাড়িগুলির ক্ষেত্রে বিধি নিষেধ শিথিলের, দাবি জানিয়ে দুর্গাপুরের মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ। মিছিল আটকায় পুলিশ।
মকুব করে দিতে হবে যাবতীয় ট্যাক্স, একই সাথে তাদের জন্য শিথিল করতে হবে কোভিড বিধির যাবতীয় নিষেধ
মকুব করে দিতে হবে যাবতীয় ট্যাক্স, একই সাথে তাদের জন্য শিথিল করতে হবে কোভিড বিধির যাবতীয় নিষেধ। এইরকম বেশ কিছু দাবি এনে দুর্গাপুরের মহকুমা শাসকের দফতরের সামনে তুমুল বিক্ষোভে সামিল হলো পশ্চিম বর্ধমান কন্ট্রাট ক্যরিয়েজ টুরিস্ট বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। পুলিশ আন্দোলনকারীদের মিছিল আটকে দেয় মহকুমা শাসকের দফতরের সামনে। অভিযোগ, সব ক্ষেত্রে নিয়ম শিথিল হয়ে যাচ্ছে অথচ পর্যটন কেন্দ্র, সেই শিল্পের সাথে জড়িত গাড়িগুলির ক্ষেত্রে পক্ষপাতিত্ব করছে সরকার, অবিলম্বে পর্যটন কেন্দ্রগুলি খোলার ক্ষেত্রে নিয়ম শিথিল ও এই শিল্পের সাথে যুক্ত গাড়িগুলিকে ট্যাক্স ছাড়ের পাশাপাশি রাস্তায় নামার অনুমতি প্রদান দেওয়ার দাবিগুলি নিয়ে আন্দোলনে সামিল হয় প্রতিবাদী এই মানুষজন।
বৃহস্পতিবার শেষ পর্যন্ত পুলিশের বাধার মুখে পড়ে দাবি সম্বলিত স্মারকলিপি তাদের হাত দিয়েই মহকুমা শাসকের কাছে পাঠান আন্দোলনকারীরা কিন্তু কাজ না হলে ফের তারা বিক্ষোভে সামিল হবেন বলে হুশিয়ারি দিয়েছেন।
Published by Samyajit Ghosh