জয় গুহ, ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা: Weather update আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে, বৃষ্টি হতে পারে, স্বস্তি পাওয়া যেতে পারে কিনা, এসব প্রশ্নই এখন রাজ্যজুড়ে।
আগামী পাঁচ দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলির আগামী দুদিন পর থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শুষ্ক আবহাওয়া থাকবে, তবে ২৪ ঘন্টা পর থেকে দুই ২৪ পরগনা এবং বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ বীরভূম ও নদীয়াতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী দুদিন তাপমাত্রার কোন পরিবর্তন হবে না। কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা একটু বাড়তে পারে, সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে মনে করা হচ্ছে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের উপ-মহা নির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
Published by Samyajit Ghosh