Weather update বৃষ্টি কি কমবে, কি জানালো আবহাওয়া দপ্তর
জয় গুহ , ইন্ডিয়া নিউজ বাংলা: আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানালেন, দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ সাথে দু’এক জায়গায় হালকা বৃষ্টি হবে।
আজ ও আগামীকাল উপকূলের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।
তারপর থেকে কমে যাবে বৃষ্টি। ২৫ তারিখের পর থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। শুধু উপকূলীয় জেলাগুলোতে মেঘলা আকাশ থাকবে। ২৭ তারিখ থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় আগামী ৪৮ ঘন্টা হালকা বৃষ্টি হবে। তারপর থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে।
তাপমাত্রা
আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা পরিবর্তন হবে না। ৪৮ ঘণ্টা পর থেকে আবার রাতের তাপমাত্রা ৩° কমবে।শীতের আমেজ ফিরবে। প্রথম ২৪ ঘন্টায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। ২৪ ঘন্টা পর থেকে আগামি পরশুদিন কুয়াশার দাপট বাড়বে দুই বঙ্গে।
Published by Samyajit Ghosh