Weather update ফের বৃষ্টি, আবহাওয়ার বড় পূর্বাভাস
জয় গুহ, ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা : আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হলো, উত্তর-দক্ষিণ বরাবর সমুদ্রপৃষ্ঠ ২.১ কিলোমিটার উচ্চতায় বিহার থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। যার প্রভাবে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আগামী তিন দিন বৃষ্টিপাত হবে।
আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত
দার্জিলিং-এ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং দক্ষিণ পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা নদীয়া, বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বৃষ্টি চলবে।
কলকাতা আবহাওয়া
কলকাতায় প্রধানত মেঘলা আকাশ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা
কলকাতায় প্রধানত মেঘলা আকাশ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি ও সর্বনিম্ন ১৭ ডিগ্রির আশেপাশে থাকবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রী।
রাতের তাপমাত্রা আবার দুই থেকে তিন ডিগ্রি কমবে
আগামী তিন দিন রাতের তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হবে না। তিনদিন পর থেকে রাতের তাপমাত্রা আবার দুই থেকে তিন ডিগ্রি কমবে।
Published by Samyajit Ghosh