Friday, November 22, 2024
Homeরাজ্যWeather Forecast in West Bengal পশ্চিমি ঝঞ্ঝার জের! আজ বর্ষা উত্তরবঙ্গে, আগামীকাল...

Weather Forecast in West Bengal পশ্চিমি ঝঞ্ঝার জের! আজ বর্ষা উত্তরবঙ্গে, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে

সাম্যজিৎ ঘোষ, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : Weather Forecast in West Bengal আজ থেকেই বৃষ্টিতে ভাসবে বাংলা। সরস্বতী পুজোর সময়ও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ থেকে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি শুরু হবে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। এদিকে দক্ষিণবঙ্গে মূলত ৪ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার থেকে শুরু হবে বৃষ্টি। চলবে ৫ ফেব্রুয়ারি ভোর অবধি। শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমে যাবে।

সরস্বতী পুজোর দিন দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা বৃষ্টি Weather Forecast in West Bengal

আরও পড়ুন : Truck accident in Cooch Behar ট্রাক উল্টে গরু পাচারের ছক ফাঁস, কোচবিহারে ৩১ নম্বর জাতীয় সড়কের ঘটনা

আবহাওয়া দফতর জানাচ্ছে, ৪ তারিখ উত্তরবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দু-এক জায়গায় ভারী বৃষ্টি হবে এবং কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা। শুধুমাত্র উপকূলবর্তী দুই ২৪ পরগনা এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও দুই বর্ধমানে মাঝারি বৃষ্টি হবে। ৪ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও পুরুলিয়া–– এই কটি জেলার কয়েকটা জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও ৪ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

অন্যদিকে, ৫ তারিখেও বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গে ৫ তারিখ থেকে বৃষ্টি কমে যাবে। সরস্বতী পুজোর দিন দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা বৃষ্টি হলেও বেলা বাড়াবার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমে যাবে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী দু-তিনদিন রাতের তাপমাত্রা আরও দুই-তিন ডিগ্রি বাড়বে। বৃহস্পতিবার সকালে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে। প্রায় ৫০ থেকে ২০০ মিটারের মধ্যে দৃশ্যমানতাও কমে যাবে। মূলত পশ্চিমি ঝঞ্ঝার কারণেই আবহাওয়ার এই বদল বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular