রাজীব ঘোষ,মুর্শিদাবাদ ও সাম্যজিৎ ঘোষ, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। চৈত্রের শেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গের পারদ চড়েছে। বেড়েছে অস্বস্তি সূচক। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে।
নববর্ষেও আবহাওয়ার তেমন বড় পরিবর্তন না হলেও সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার বিকেলে বহরমপুর সহ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হয়I
Weather
এর আগে আবহাওয়া দফতর পূর্বাভাস ছিল ১৪ এবং ১৫ তারিখ মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তবে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে, ১৩ তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে।
Published by Samyajit Ghosh