Sunday, February 16, 2025
Homeরাজ্যপূর্ব বর্ধমানWeapons and Bombs Recovered in Burdwan বর্ধমানে চাঞ্চল্য! অস্ত্র-সহ গ্রেফতার দুষ্কৃতী, তিনটি...

Weapons and Bombs Recovered in Burdwan বর্ধমানে চাঞ্চল্য! অস্ত্র-সহ গ্রেফতার দুষ্কৃতী, তিনটি ব্যাগে উদ্ধার ৩৪টি বোমা

সঞ্জিত সেন, পূর্ব বর্ধমান, ইন্ডিয়া নিউজ বাংলা: Weapons and Bombs Recovered in Burdwan বর্ধমানের লাকুর্ডি এলাকা থেকে ৪টি বন্দুক, ৮ রাউন্ড গুলি-সহ গ্রেফতার হল এক দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ বৃহস্পতিবার রাতে লাকুর্ডি এলাকা থেকে নাজেম শেখকে নামে একজনকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে আলাদা ৩৪ রাউন্ড গুলিও উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে ধৃত নাজেম শেখ নদিয়া জেলার হাটগাছা এলাকার বাসিন্দা। সে নদিয়া ও মুর্শিদাবাদ থেকে অস্ত্র নিয়ে এসে বর্ধমানে সরবরাহ করত বলে পুলিশের অনুমান। শুক্রবার ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয়। Weapons and Bombs Recovered in Burdwan

পাশাপাশি লাকুর্ডি এলাকা থেকে তিনটি ব্যাগে ৩৪টি বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে এই বোমাগুলি লাকুর্ডি এলাকায় একটি খোলা জায়গায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ জায়গাটি ঘিরে রেখেছে। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াড টিমকে। আগ্নেয়াস্ত্র-সহ ধৃত নাজেম শেখের সঙ্গে উদ্ধার হওয়া এই বোমার কোনও সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

Weapons and Bombs Recovered in Burdwan

আরও পড়ুন : Baruipur Police Recovered Jewellery চুরি যাওয়া লক্ষাধিক টাকার গহনা উদ্ধার, বারুইপুর পুলিশের জালে এক মহিলা

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular