বিতর্ক যেন পিছু ছাড়তে চাইছে না ফিরহাদ হাকিমের! এবার সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্রকে ‘মাল’ মন্তব্য়ে তুমুল সমালোচনার মুখে পড়লেন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ! বুধবার হাড়োয়ায় দলীয় প্রার্থী শেখ রবিউল ইসলামের সমর্থনে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানে গিয়ে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রেখা পাত্রের পরাজয় নিয়ে কটাক্ষ করতে গিয়ে ফিরহাদ ‘কুরুচিকর’ মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।
তবে শুধু রেখাই নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তিনি অঙ্গভঙ্গি করে কটাক্ষ করেন বলে অভিযোগ। বৃহস্পতিবার সন্দেশখালি থানায় অভিযোগ করেছিলেন রেখা। সন্দেশখালির রাস্তায় ফিরহাদের অপসারণের দাবিতে বিক্ষোভও দেখান তাঁরা।
আরও পড়ুন: Dilip Ghosh: ‘দুর্ভাগ্য, মমতা ব্যানার্জির মহিলাদের নিয়ে কোনও চিন্তা নেই’, মন্তব্য দিলীপের
রেখা বলেন, ‘আমাদের রাজ্যের মন্ত্রী যে ভাষায় দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন, সন্দেশখালির মা-বোনেদের যে ভাষায় আক্রমণ করেছেন, তার বিরুদ্ধে আমরা থানায় অভিযোগ জমা দিতে এসেছি। মন্ত্রীরাই যদি এই ধরনের ভাষা প্রয়োগ করেন, তা হলে আমরা কোন রাজ্যে বাস করছি? এর জন্য মুখ্যমন্ত্রীই দায়ী। আমাকে উদ্দেশ্য করে অশালীন ভাষা ব্যবহার করেছেন ফিরহাদ। লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে। আমরা ওঁর পদত্যাগের দাবি জানাচ্ছি।’ এরপরই শুক্রবার কলকাতায় নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন মেয়র।
কী ব্যাখ্যা দিলেন ফিরহাদ?
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন, ‘নারীকে আমি মাতৃরূপে দেখি। হেরে ভূত, হেরো মাল- এটা হচ্ছে ভোটের ক্যান্ডিডেট, কোন নারীর ব্যাপার নয়, বিজেপির ব্যাপার। রেখা পাত্র, তাঁকে ভদ্রমহিলা বলে সম্বোধন করেছি। তারপর বলেছি যে, ৩ লাখ ভোটে হেরে গিয়েও, হেরো মালরা অর্থাৎ বিজেপি, তারা কেসে গিয়েছে। এটা দুর্ভাগ্যজনক, যদিও কারও যদি এর জন্য় খারাপ লেগে থাকে, আমি তার জন্য অত্যন্ত দুঃখিত। কারণ কোনও নারীকে আমি অসম্মান করব এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমার নেত্রী নারী, আমার মা নারী, আমার স্ত্রী নারী, আমার তিন কন্যা নারী, নারীকে অপমান করব, এটা কখনও হতে পারে? আর বাংলায় নারীকে সম্মান করি বলেই দুর্গাপুজো করি, কালীপুজো করি, সরস্বতী পুজো করি। নারীকে অসম্মান করাটা আমাদের বাংলার কৃষ্টি-সংস্কৃতি নয়।’