Friday, November 22, 2024
HomekolkataWB Assembly session 'দুশো পারের বদলে পগাড় পার', বিজেপিকে কটাক্ষ মমতার! বিধানসভায়...

WB Assembly session ‘দুশো পারের বদলে পগাড় পার’, বিজেপিকে কটাক্ষ মমতার! বিধানসভায় পাল্টা মোদি, মোদি রব বিজেপির

 

কৌশিক দাস, ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা: একদিকে বিজেপি-কে তীব্র কটাক্ষ, আক্রমণ শানিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী৷ অন্যদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীনই বিধানসভার ভিতরে মোদি মোদি রব তুললেন বিজেপি বিধায়করা৷ সবমিলিয়ে বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনেও চূড়ান্ত উত্তেজনার সাক্ষী থাকল বিধানসভা৷

সোমবার বিজেপি বিধায়কদের বিক্ষোভে বাজেট অধিবেশনের প্রারম্ভিক বক্তৃতাই দিতে পারেননি রাজ্যপাল জগদীপ ধনখড়৷ বিজেপি- তৃণমূল বিক্ষোভ, পাল্টা বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছিল বিধানসভা৷ প্রতীকী বক্তব্য রেখেই বিধানসভা ছাড়েন রাজ্যপাল৷ এই ঘটনায় এ দিন দুই বিজেপি বিধায়ক মিহির গোস্বামী ও সুদীপ মুখোপাধ্যায়কে চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷

WB Assembly session ‘দুশো পারের বদলে পগাড় পার’, বিজেপিকে কটাক্ষ মমতার! বিধানসভায় পাল্টা মোদি, মোদি রব বিজেপির

অধ্যক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে ও দুই বিধায়কের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে এ দিন বিধানসভায় ফের বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি৷ তারই মধ্যে রাজ্যপালের বক্তব্যের উপরে জবাবি ভাষণ দিতে শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী বক্তব্য রাখা শুরু করতেই মোদি, মোদি চিৎকার শুরু করেন বিজেপি বিধায়করা৷ জয় শ্রীরাম স্লোগানও দিতে থাকে বিজেপি শিবির৷

WB Assembly session 
বিজেপি বিধায়কদের শোরগোলের মধ্যেই সরকারের সাফল্য তুলে ধরতে শুরু করেন মুখ্যমন্ত্রী৷ বিজেপি-কে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কয়েকদিন আগেই পুরভোট হয়েছে৷ সেখানে আমরা ১০৭- এর মধ্যে ১০৪ আসনে আমরা সরাসরি জিতেছি। নিজের এলাকায় জিততে পারেনি৷’ নিজের বক্তব্যে উত্তর প্রদেশের লখিমপুর খেরির ঘটনার প্রসঙ্গও টেনে আনেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘আমরা গাড়ি চাপা দিয়ে কৃষকদের মারি না৷ আমরা কৃষকদের পাশে থাকি৷ বাংলার কৃষকরাও আমাদের পাশে আছেন৷’
মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন, ‘দেশটার সর্বনাশ করে দিয়েছে৷ আমরা কেন্দ্রের থেকে কোনও সাহায্য পাইনি৷ ৯০ হাজার কোটি টাকা বাকি আছে৷ লজ্জা করে না। লজ্জা নেই। আমফানে টাকা দেয়নি৷’ কটাক্ষের সুরে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘বলেছিল বিজেপি ২০০ পার৷ এবার বিজেপি পগাড় পাড় হবে৷’

WB Assembly session 

নিজের ৩৭ মিনিটের বক্তব্যে দুয়ারে সরকারের সাফল্যের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷ বিজেপি-কে কটাক্ষ করে তিনি বলেন, ‘আমরা চাই শিল্প, ওরা চায় দুর্ভিক্ষ৷’ বিজেপি-র জয় শ্রীরাম স্লোগানের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘ওরা বলে জয় শ্রীরাম। কেন বলে না জয় সিয়ারাম? মেয়েদের কেন বাদ?’ মুখ্যমন্ত্রীর বক্তব্য শেষ হতেই বিধানসভা অধিবেশন থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা৷

Published by Samyajit Ghosh

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular