সৌম্য প্রামাণিক, পূর্ব মেদিনীপুর, ইন্ডিয়া নিউজ বাংলা, Wagon in accident চলন্ত মালগাড়ি থেকে হঠাৎই খুলে গেল ১০টি বগি। ঘটনাটি ঘটেছে তমলুকের ধারিন্দায়। যার কারণে দীর্ঘক্ষণ ধারিন্দায় গেট পড়ে থাকে। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৪৫ মিনিট ধরে চলে বগি জোড়া লাগানোর কাজ Wagon in accident
সূত্রের খবর, হলদিয়া থেকে পাঁশকুড়াগামী একটি মালগাড়ির পিছনের দিকে থাকা ১০টি বগি তমলুকে ধারিন্দার কাছে হঠাৎই খুলে যায়। এবং রেলের ইঞ্জিন মানিকতলা পর্যন্ত এগিয়ে যায়, পরে আবার সেটি ফিরেও আসে। তবে বড়সড় বিপর্যয় ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের পদস্থ কর্মকর্তারা। প্রায় ৪৫ মিনিট ধরে চলে বগি জোড়া লাগানোর কাজ। এর ফলে দু’দিকের তীব্র যানজট সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ রেল কর্তৃপক্ষের উদাসিনতার কারনে সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ ভুগতে হয়েছে। তবে আপাতত পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
আরও পড়ুন : Child body recovered সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার
আরও পড়ুন : Deepa Dasmunsi in Kaliyaganj পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন, মানুষকে ভয় দেখানো হচ্ছে : দীপা দাসমুন্সি
_____
Published by Julekha Nasrin