সাম্যজিৎ ঘোষ, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি। পিঠের ওপরের দিকে ব্যথা হওয়ায় প্রথম একাদশে জায়গা হল না কোহলির।
Toss Update – KL Rahul has won the toss and elects to bat first in the 2nd Test.
Captain Virat Kohli misses out with an upper back spasm.#SAvIND pic.twitter.com/2YarVIea4H
— BCCI (@BCCI) January 3, 2022
তাঁর বদলে টেস্ট দলে ঢুকলেন হনুমা বিহারী। এই সিরিজের সবকটি টেস্ট খেললে শততম টেস্ট খেলতে পারতেন বিরাট। টিম ম্যানেজমেন্ট জানাচ্ছে তৃতীয় টেস্টে সুস্থ হয়ে ফিরবে কোহলি। কোহলির জায়গায় নেতৃত্ব দিচ্ছেন কে এল রাহুল। ভারত টস জিতে ব্যাটিং নিয়েছে।
আরও পড়ুন : Ganguly captain in Sachin’s best cricket Xl শচীনের সেরার সেরা একাদশে নেতা সৌরভ বাদ কোহলি ধোনি
———-
Published by Subhasish Mandal