Thursday, September 12, 2024
Homeরাজ্যViral video of gunfire গুলি চালানোর ভিডিও ভাইরাল! বিড়ম্বনায় রিষড়ার প্রাক্তন তৃণমূল...

Viral video of gunfire গুলি চালানোর ভিডিও ভাইরাল! বিড়ম্বনায় রিষড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলার

পলাশ চক্রবর্তী, হুগলি, ইন্ডিয়া নিউজ বাংলা: Viral video of gunfire রিষড়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার তথা বর্তমানে কো-অর্ডিনেটর ও পুরসভার প্রশাসক মণ্ডলীর সহকারী চেয়ারম্যান জাহিদ হাসান খানের প্রকাশ্যে বন্দুক দিয়ে গুলি চালানোর ছবি ভাইরাল। যদিও ইন্ডিয়া নিউজও এ ভিডিওর সত্যতা যাচাই করেনি। এই নিয়ে জাহিদ খান ক্যামেরার সামনে কিছু বলতে রাজি নয়। তিনি শুধু বলেন, দলের নির্দেশমতো তিনি ক্যামেরার সমনে কোনও কথা বলবেন না। তিনি একটা দল করেন। দলের নির্দেশ মতো চলবেন।

জাহিদ হাসান খানের প্রকাশ্যে গুলি চালানোর ছবি ভাইরাল Viral video of gunfire

আরও পড়ুন : Burmese timber smuggling দুটি লরিতে বার্মাটিক পাচার! হরিয়ানার তিন পাচারকারীকে গ্রেফতার করল বেলাকোবা রেঞ্জ

ঘটনা প্রসঙ্গে হুগলির শ্রীরামপুর লোকসভার তৃণমূল জেলা সভাপতি স্নেহাশিস চক্রবর্তী বলেন, এই ঘটনার সত্যতা যাচাই করা দরকার। এটা পশ্চিমবঙ্গের কোনও স্থান বলে মনে হচ্ছে না এবং এটা আসল বন্দুক, নাকি খেলনা বন্দুক সেটা বোঝা যাচ্ছে না। ফলে এটা এখনকার ঘটনার বলে আমার মনে হয় না। বন্দুক নিয়ে খেলা করার মতো স্থান পশ্চিমবঙ্গে নেই বলে জানান তিনি। যদিও ঘটনায় কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি নেতা ভাস্কর ভট্টাচার্য বলেন, শুনলাম বিষড়াতে এমন ঘটনা ঘটেছে। ভিডিও ভাইরাল হয়েছে শুনলাম। জাহিদ খান শূন্যে গুলি চালিয়েছে। এটা নতুন কিছু নয়, তৃণমূলের ক্ষেত্রে এটা স্বাভাবিক। সারা পশ্চিমবঙ্গ জুড়েই হচ্ছে। সঠিক তদন্ত হওয়া উচিত। তবে তদন্ত হলেও কিছু বের হবে না কারণ এটা তৃণমূল।

—–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular