Sunday, November 24, 2024
Homeরাজ্যপূর্ব বর্ধমানViolence in Galsi গলসি অগ্নিকাণ্ডে ৩৯জনকে গ্রেফতার, নির্দোষ ব্যক্তিদের গ্রাম থেকে তুলে...

Violence in Galsi গলসি অগ্নিকাণ্ডে ৩৯জনকে গ্রেফতার, নির্দোষ ব্যক্তিদের গ্রাম থেকে তুলে এনেছে পুলিশ, অভিযোগ গ্রামাসীদের

সঞ্জিত সেন, পূর্ব বর্ধমান, ইন্ডিয়া নিউজ বাংলা: Violence in Galsi পূর্ব বর্ধমান জেলার গলসি থানার সন্তোষপুর এলাকা থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৯জন গ্রামবাসীকে গ্রেফতার করে আদালতে পাঠাচ্ছে গলসি থানার পুলিশ।  ধৃতদের মধ্যে পাঁচজনকে পুলিশ হেফাজত নেওয়ার আবেদন জানাচ্ছে পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ, ৩৯ জন ধৃতের মধ্যে অনেকেই নির্দোষ। তাদের অবিলম্বে ছেড়ে দিতে হবে এবং অগ্নিকাণ্ডের ঘটনায় যারা মূল অভিযুক্ত তাদের গ্রেফতার করতে হবে।

এদিন গলসি থানার অন্তর্গত সন্তোষপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে এল সিআইডির ফরেন্সিক ফিঙ্গার টিমের বিশেষ দল। এই দলে রয়েছেন সিআইডির ইন্সপেক্টর শৈবাল বাগচি-সহ চার জন। এঁদের মধ্যে একজন ফোটগ্রাফার ও দুজন ফিঙ্গারপিন্ট বিশেষজ্ঞ রয়েছেন। মঙ্গলবার সকালে এই টিম গলসি থানায় আসে। তারপর থানার একজন অফিসারকে সঙ্গে নিয়ে সন্তোষপুরের গ্রামের উদ্দেশে রওনা দেয়। ঘটনাস্থলে পৌঁছে আগুনে পুড়ে যাওয়া বাড়ি ও গাড়িগুলি পরীক্ষা-নীরিক্ষা করেন তারা। Violence in Galsi

এদিকে খুনের বদলা আগুন লাগিয়ে দেওয়ার পর থমথমে পূর্ব বর্ধমানের গলসির সন্তোষপুর। আগুন লাগানোর অভিযোগে রাতভর তল্লাশি চালায় পুলিশ। অন্যদিকে মঙ্গলবার সকাল থেকে গলসি থানায় বিক্ষোভ দেখায়  মহিলারা। তাঁদের দাবি পুলিশ নির্দোষ ব্যক্তিদের গ্রাম থেকে তুলে এনেছে। ৩ থেকে ৪ হাজার বহিরাগত লোক এসে বাড়িতে আগুন লাগায় বলে দাবি মৃত উৎপল ঘোষের কাকা ভরত ঘোষের। তিনি বলেন, আগুন লাগানো আমরা সমর্থন করি না। আইনি পথেই আমরা চাইছি দোষী শাস্তি পাক। বাড়িতে আগুন লাগানোর সময় পুলিশ উপস্থিত ছিল। পুলিশের ধরপাকড়ের ভয়ে পুরুষশূন্য সন্তোষপুর। গ্রামে চলছে RAF-এর টহল।

Violence in Galsi

আরও পড়ুন : Arms and Bomb Recovered মালদা-মুর্শিদাবাদে পুলিশি অভিযান, ইংরেজবাজারে উদ্ধার সেভেন এমএম পিস্তল, সামশেরগঞ্জে ব্যাগ ভর্তি তাজা বোমা

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular