Tuesday, September 17, 2024
Homeরাজ্যCooch Behar: আরজি কর-কাণ্ডের প্রতিবাদের মাঝেই রণক্ষেত্র কোচবিহার!

Cooch Behar: আরজি কর-কাণ্ডের প্রতিবাদের মাঝেই রণক্ষেত্র কোচবিহার!

তিলোত্তমার বিচারের দাবিতে এক হয়েছে বাংলার অগণিত মানুষ৷ রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে বিচারের জন্য সরব মানুষেরা৷ আর এই আবহের মাঝেই উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার৷ বুধবার কোচবিহারের মাথাভাঙায় প্রতিবাদীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

কী জানা গিয়েছে?

অভিযোগ, মাথাভাঙায় প্রতিবাদ কর্মসূচি চলাকালীন আচমকা ঘটনাস্থলে তৃণমূল নেতাকর্মীরা হাজির হয়ে আন্দোলনকারীদের মারধর করে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়, এবং রাস্তায় তাদের আঁকা ছবি জল ও রঙ দিয়ে মুছে ফেলে। যদিও স্থানীয় তৃণমূলব নেতা এই ঘটনায় দলের কর্মীদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়৷

আরও পড়ুন : RG Kar Protest: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে নিভল রাজভবনের আলোও

এই ঘটনার তীব্র নিন্দা করে তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করায়৷ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় বলেন, মাথাভাঙায় শান্তিপূর্ণভাবে আন্দোলনে রত মানুষদের ওপর কাপুরুষোচিত আক্রমণ করেছে TMC Block President Biswajit Roy এবং তৃণমূলের অন্যান্য গুণ্ডারা৷

ঘটনার নিন্দা করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও৷ তিনি তৃণমূল কংগ্রেসকে ‘অগণতান্ত্রিক এবং অমানবিক বলে অভিহিত করেন৷’

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular