কৌশিক বোস, দুর্গাপুর, ইন্ডিয়া নিউজ বাংলা: খেলার মাঠ দখল করে বাউন্ডারি দিচ্ছে রাজ্য সরকারি সংস্থা এনভিএফ-এর বিশ্বকর্মা ফার্স্ট ব্যাটেলিয়ান। দুর্গাপুরের এই ইউনিটের বিরুদ্ধে খেলার মাঠ দখলের অভিযোগ এনে বৃহস্পতিবার সকালে তুমুল বিক্ষোভে সামিল হলেন কোকওভেন থানার অন্তর্গত রাতুড়িয়া গ্রামের মানুষজন। উত্তেজিত গ্রামবাসীদের তুমুল বিক্ষোভের জেরে বন্ধ হয়ে কাজ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোকওভেন থানার বিশাল পুলিশ বাহিনী। কিন্তু পুলিশকে ঘিরে ধরেও প্রবল বিক্ষোভ শুরু করে দেয় গ্রামবাসীরা। অবিলম্বে কাজ বন্ধ করে দেওয়ার দাবি তোলেন গ্রামবাসীরা।
খেলার মাঠ দখলের অভিযোগ, বিক্ষোভ কোকওভেন থানার রাতুড়িয়ায় Villagers protest in Durgapur
আরও পড়ুন : Farmers locked bank in Cooch Behar শস্যবিমার টাকা কেটে নেওয়ায় দিনহাটায় ব্যাঙ্কে তালা চাষিদের
অশান্তি সামলাতে এসে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয়রা। শুরু হয় প্রবল ধস্তাধস্তি। কোনওক্রমে পরিস্থিতির সামাল দেয় কোকওভেন থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, শুধু মাঠ নয় দামোদর নদে স্নান করতে যাওয়া ও গ্রামের আসা যাওয়ার রাস্তাও দখল করে নিচ্ছে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনী বা এনভিএফ। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে রাতুড়িয়ায়।
যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন এনভিএফের বিশ্বকর্মা ব্যাটালিয়ানের কমান্ডার ইনচার্জ কল্যাণ সরকার। এসিপি ধ্রুবজ্যোতি মুখার্জি জানান যে, পুলিশ যখন মধ্যস্থতা করছে তখন সমস্যা নিশ্চয়ই মিটে যাবে। গোটা ঘটনায় চাপা উত্তেজনা থাকায় পুলিশ মোতায়ন রয়েছে রাতুড়িয়া এলাকায়।
—–
Published by Subhasish Mandal