Wednesday, September 18, 2024
Homeরাজ্যদক্ষিণ ২৪ পরগণাUnnatural Death in South 24 Parganas সোনারপুরের সুভাষগ্রামে মা ও ছেলের রহস্যমৃত্যু

Unnatural Death in South 24 Parganas সোনারপুরের সুভাষগ্রামে মা ও ছেলের রহস্যমৃত্যু

শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা : Unnatural Death in South 24 Parganas সোনারপুরের সুভাষগ্রামে মা ও ছেলের রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার দুজনের দেহ। সোনারপুর থানা সূত্রে জানা গেছে মা তপতী পুরকাইত (৭০) ও ছেলে গৌতম পুরকাইত (৪২)। বাড়ির বউ রাখি পুরকাইত মগরাহাটে বাপের বাড়িতে গিয়েছিলেন অন্নপ্রাশনের এক অনুষ্ঠানে। গৌতমও গিয়েছিলেন সেই অনুষ্ঠানে। তবে তিনি বুধবার চলে আসেন। শুক্রবার সকালেও তাঁকে বাড়ির বাইরে ঘোরাঘুরি করতে দেখে প্রতিবেশীরা। কথাও হয় তাঁর সঙ্গে। এমনকী দুপুরে ফোনে স্ত্রীর সাথেও কথা বলেন গৌতম। স্ত্রী ও সন্তানদের স্টেশন থেকে নিতে আসার কথাও বলেন। স্ত্রীই বারণ করেছিলেন স্টেশনে আসতে।

ডাইনিংয়ে পড়ে ছেলের দেহ আর বিছানায় মায়ের দেহ Unnatural Death in South 24 Parganas

এরপর শুক্রবার সন্ধে সাতটা নাগাদ বাড়িতে এসে পৌঁছান স্ত্রী রাখি পুরকাইত। বাড়িতে এসে দেখেন ঘর অন্ধকার আর গেটে তালা লাগানো। জানলা দিয়ে দেখার চেষ্টা করেন। কিছু বুঝতে না পেরে প্রতিবেশীদের ডাকেন। দরজার তালা ভেঙে তাঁরা ভেতরে ঢুকে দেখেন ঘরের ডাইনিংয়ে পড়ে রয়েছে গৌতমের দেহ আর একটি ঘরের বিছানায় রয়েছে তপতী পুরকাইতের দেহ। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহ আজ পাঠানো হবে। গৌতম শেয়ার মার্কেটে কাজ করত। তাঁদের বাড়িটিও বিক্রি করে দেয় বলে জানা গেছে। সেই টাকা শেয়ারে খাটিয়ে সর্বশান্ত হয়ে যায় তাঁরা। আর্থিক অনটন চলছিল পরিবারে। তার জেরেই মাকে মেরে গৌতম আত্মঘাতী কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Unnatural Death in South 24 Parganas

আরও পড়ুন : Rahul Sinha attacks CBI ‘সিবিআই ঠিক মতো কাজ করছে না’, তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ রাহুল সিনহার

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular