শম্ভুনাথ মণ্ডল, ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা : করোনা অতিমারীতে জেরবার রাজ্য। দৈনন্দিন হু হু করে বাড়ছে কোভিড সংক্রমণ। ইতিমধ্যেই রাজ্য সরকার সংক্রমণ রোধে জারি করেছে একাধিক বিধিনিষেধ। চিকিৎসক থেকে বিশেষজ্ঞরা জানাচ্ছেন করোনা রোধে মাস্কের ব্যবহার অতি জরুরি। রাজ্যের নির্দেশের পরেই রাজ্যজুড়ে মাস্কের ব্যবহারে কড়া অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসন।
মাস্কবিহীন গাড়িচালক ও যাত্রী আটক unmasked people detained in Usthi Police Station area
এবার ডায়মন্ড হারবার পুলিশ জেলার দক্ষিণ ২৪ পরগনার শিরাকোল বাসস্ট্যান্ডে উস্তি থানার অফিসার ইনচার্জ লিটন রক্ষিত এবং শিরাকোল ট্রাফিক অফিসার ইনচার্জ সুদীপ দের যৌথ উদ্যোগে শুরু হল ব্যাপক ধরপাকড়। আটক করা হল ৩০ জন মাস্কবিহীন গাড়িচালক ও যাত্রীদের। গাড়ি দাঁড় করিয়ে চেকিংয়ের সঙ্গে সঙ্গে সচেতনতামূলক পোস্টারও সেঁটে দেওয়া হচ্ছে গাড়ির গায়ে। মাস্ক না পরার অপরাধে অধিকাংশকে গ্রেফতার করে কোর্টে তোলা হবে। পাশাপাশি দিনরাত্রি চলবে এই অভিযান, বলেই জানা গেছে পুলিশ প্রশাসন সূত্রে।
——-
Published by Subhasish Mandal