সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS) পরিদর্শনে এলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ড্যভিয়া। চিকিৎসার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মানুষ ব্যাপক সুবিধা পাবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
কল্যাণী এইএমস পরিদর্শনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী Union Health Minister visited Kalyani AIMS
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ‘আগামী দিনে হসপিটালের সব সুবিধা চালু হয়ে যাবে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার মানুষ আরও ভালো পরিষেবা পাবে। এছাড়াও মেডিক্যাল ছাত্র-ছাত্রীদের জন্য কলেজ শুরু হয়ে গেছে। ছাত্র-ছাত্রীদের শিক্ষার সুযোগ সুবিধার বেশ ভালো ব্যবস্থা রয়েছে এখানে।’ হাসপাতাল পরিদর্শনের পর কল্যাণী এইএমস হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন মাণ্ড্যভিয়া। পরে সাংবাদিকদের জানান, ‘কল্যাণীর এইমস হাসপাতালে দু’বছর আগেই এমবিবিএস পাঠক্রম শুরু হয়েছে। এর নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে পুরোপুরিভাবে চালুর মুখে। পশ্চিমবঙ্গের বিশেষত দক্ষিণবঙ্গ-সহ প্রতিটি জেলাগুলির মানুষ ব্যাপক ভাবে উপকৃত হবেন। খুব শীঘ্রই সেখানে ইন্ডোর বিভাগ চালু করা হবে।’ এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার এবং শান্তনু ঠাকুর।
——-
Published by Subhasish Mandal