অমিত সরকার, ইন্ডিয়া নিউজ বাংলা,কোচবিহার: অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর বাড়ি ফিরলেন ইউক্রেনে ডাক্তারি পড়তে যাওয়া কোচবিহারের বাবুরহাটের ছাত্র সৌরভ বর্মন । আজ সকালে সে তার বাড়ি ফেরে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সে ইউক্রেন ছাড়ার জন্য চেষ্টা চালাতে থাকে। অবশেষে হাঙ্গেরি সীমান্ত হয়ে সে দিল্লীর উড়ান ধরে ।
ছেলে বাড়ি ফেরায় স্বস্তিতে সৌরভের পরিবার। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত চারবছর ধরে সৌরভ ইউক্রেনের খারকিভ শহরে ডাক্তারি পড়ছেন । এবার তার চতুর্থ বর্ষ। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দেশে ফেরার তোড়জোড় শুরু করে। কিন্তু প্রথমদিকে কোনো উপায় না দেখে বাঙ্কারে আশ্রয় নেয়। কিন্তু সেখানে খাবার ও জল ফুরিয়ে যাওয়ায় তাকে আবার হস্টেলে ফিরতে হয়। আর সেখান থেকেই সে বিল্ডিং ভাঙার ছবি, গোলা পড়ার শব্দ শুনতে পায়।
Ukraine: Student return দুঃস্বপ্নের দিন শেষে ইউক্রেন থেকে ঘরে ফেরা, তবে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা
সৌরভ জানায় সিনেমায় আগে যুদ্ধের দৃশ্য দেখেছিল। সেটা এখন সরাসরি দেখেছে। অবশেষে হাঙ্গেরি সীমান্ত হয়ে সে ভারত ফেরে। সৌরভের মা শোভা বর্মন বলেন, ছেলে বাড়ি ফিরে আসায় কিছুটা স্বস্তিতে। কিন্তু ওর ভবিষ্যৎ কি হবে সেটা নিয়েই ভাবছি। সৌরভের বাবা জিতেন্দ্রনাথ বর্মন বলেন, ছেলে ফিরে আসায় ভাল লাগছে।
Ukraine: Student return
ইতিমধ্যেই সৌরভের পরিবার চিন্তিত রয়েছে আগামীতে ভবিষ্যৎ কি হবে। তার পড়াশোনা নিয়ে কি হবে এই নিয়ে চিন্তিত পরিবার। সৌরভ বর্মন ফোর্থ ইয়ারে ছিল এখন তা কিভাবে পড়া শেষ করবে সেই সব বিষয় নিয়ে তার পরিবার চিন্তিত। ভারত সরকারের কাছে অনুরোধ যেন তাদেরকে যেকোনও একটি ব্যবস্থা করে দেওয়া হয়।
Published by Samyajit Ghosh