Sunday, November 24, 2024
Homeরাজ্যকোচবিহারUdayan Guha's warning ‘আলাদা রাজ্যের দাবি তুললে হাঁটু আস্ত রেখে বাড়ি ফিরতে...

Udayan Guha’s warning ‘আলাদা রাজ্যের দাবি তুললে হাঁটু আস্ত রেখে বাড়ি ফিরতে পারবেন না’, হুঁশিয়ারি উদয়নের

অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা : Udayan Guha’s warning কোচবিহারকে ভেঙে আলাদা রাজ্যের দাবি তুললে হাঁটু আস্ত রেখে বাড়ি ফিরতে পারবেন না। তুফানগঞ্জ শহরের ১ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম সরকারের সমর্থনে কর্মিসভায় কার্যত হুঁশিয়ারি দিয়ে বক্তব্য রাখলেন দিনহাটারর বিধায়ক উদয়ন গুহ। উল্লেখ্য, গ্রেটার কোচবিহারের অনুষ্ঠানে আলদা রাজ্যের দাবি তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা রায়।

এদিনের অনুষ্ঠানে হুঁশিয়ারি দিয়ে উদয়ন গুহ বলেন, ‘বিজেপি নেতা নিশীথ প্রামাণিক এবং মালতি রাভা আলাদা রাজ্যের দাবি তুলেছেন। নেংটি ইঁদুরের মতো লাফাচ্ছেন। পরিষ্কার ভাবে বলি যাঁরা আলাদা রাজ্যের দাবি তুলবেন তাঁরা কোচবিহারের কোথাও মিছিল করবেন, হাঁটু আস্ত নিয়ে বাড়ি ফিরতে পারবেন না। আপনি থাকবেন এখানে আর আলাদা রাজ্যের দাবি তুলবেন! ভোট চাইতে এলে বিজেপিকেও ঝাঁটা দিয়ে বিদায় করবেন।’

‘আপনি থাকবেন এখানে আর আলাদা রাজ্যের দাবি তুলবেন’ Udayan Guha’s warning

আরও পড়ুন : Dilip Ghosh in Nadia ‘তৃণমূল পিসি-ভাইপোর পার্টি’, কৃষ্ণনগরে চায়ে পে চর্চায় বললেন দিলীপ ঘোষ

তুফানগঞ্জ শহরের ১ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মিসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি গীরিন্দ্রনাথ বর্মন, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ দফতরের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, উদয়ন গুহ, কমলেশ অধিকারী, বিনয়কৃষ্ণ বর্মন ও অন্যান্য নেতৃবৃন্দ।

Udayan Guha’s warning

আরও পড়ুন : Sculpture of Sandhya Mukhopadhyay-Bappi Lahiri শিল্পীসত্তায় সন্ধ্যা মুখোপাধ্যায়-বাপ্পি লাহিড়ীর আবক্ষ মূর্তি, তাক লাগালেন কৃষ্ণনগরের মৃৎশিল্পী

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular