সুপ্রিয় বসাক, জলপাইগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা : মুম্বইয়ে পাচার হওয়ার আগে চিতাবাঘের চামড়া ও প্যাঙ্গোলিনের আঁশ-সহ দুজনকে গ্রেফতার করল জলপাইগুড়ি বনবিভাগের লাটাগুড়ি রেঞ্জ। ধৃতরা হলেন অনিল নায়েক ও প্রসাদ ওঁরাও। ধৃতদের বাড়ি জলপাইগুড়ি জেলার ডুয়ার্সে চা বাগান এলাকায়। বুধবার ধৃতদের জলপাইগুড়ি জেলা ও দায়রা আদালতে তোলা হয়।
এদিন জলপাইগুড়ি বনবিভাগ গোপন সূত্রে জানতে পারে চিতাবাঘের চামড়া ও প্যাঙ্গোলিনের আঁশ পাচার করা হচ্ছে। খবর পেয়ে পাচারকারীদের ২০ লক্ষ টাকার টোপ দেওয়া হয়। এরপর বাতাবাড়ি এলাকায় পাচারকারীদের ডাকা হয়েছিল। সেখানে পাচারকারীদের হাতেনাতে ধরে ফেলে বনবিভাগের কর্মীরা।
চিতার চামড়া ও প্যাঙ্গোলিনের আঁশ-সহ গ্রেফতার দুই Two traffickers arrested in Lataguri Range operation
ধৃতদের জেরায় উঠে এসেছে চিতাবাঘের চামড়া ও প্যাঙ্গোলিনের আঁশ ভুটানের জঙ্গলের। পাচারকারীদের সঙ্গে ভুটানের যোগাযোগ রয়েছে। সেই সুবাদে ভুটান থেকে ডুয়ার্স হয়ে মুম্বইয়ে পাচার করা হচ্ছিল চিতার চামড়া ও প্যাঙ্গোলিনের আঁশ। এদিন সেই পাচারচক্রের ছক ভেস্তে দিল বনবিভাগ। জলপাইগুড়ি বনবিভাগের লাটাগুড়ি রেঞ্জের রেঞ্জার শুভ্রশঙ্খ দত্ত বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে পাচারকারীদের ছক করে গ্রেফতার করা হয়।’
——-
Published by Subhasish Mandal