প্রসেনজিৎ রাহা, শিলিগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা : মিউনিসিপ্যাল কর্পোরেশন ভোটের আগে বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। একটি আগ্নেয়াস্ত্র এবং দুটি ম্যাগাজিন এবং চারটি কার্তুজ-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল গোয়েন্দারা। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের নাম রণবীর চন্দ্র এবং ধীরেন্দ্র চন্দ্র। অভিযুক্ত দুজন সম্পর্কে দুই ভাই। তারা মাটিগাড়া থানা এলাকার সৈনিকপুরি এলাকার বাসিন্দা। ধৃতেরা প্রাক্তন সেনাকর্মীর ছেলে বলে জানতে পেরেছে পুলিশ।
আগ্নেয়াস্ত্র-সহ ২ দুষ্কৃতী গ্রেফতার শিলিগুড়িতে Two miscreants arrested with firearms in Siliguri
আরও পড়ুন : Three bodies recovered in Bakkhali ফেসবুক লাইভ করে বকখালিতে আত্মঘাতী একই পরিবারের তিনজন
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে গোপন সূত্রে খবর আসে দুই যুবক বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে বিক্রির কারবার চালাচ্ছে। এরপর ক্রেতা সেজে ওই দুই যুবককে ৮০ হাজার টাকার বিনিময়ে অস্ত্র কেনার টোপ দেয় পুলিশ। রবিবার মাটিগাড়া থানা এলাকার খাপরাইল মোড় এলাকায় আসতে বলা হয় তাদের। অভিযুক্ত দুই যুবক আগ্নেয়াস্ত্র ম্যাগাজিন এবং কার্তুজ-সহ খাপরাইল মোড়ে আসতেই গ্রেফতার করে গোয়েন্দারা। অভিযুক্ত দুজনকে রবিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। এই চক্রে আর কারা কারা জড়িত রয়েছে তা তদন্ত করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
——-
Published by Subhasish Mandal