অনুপ রায়, হাওড়া, ইন্ডিয়া নিউজ বাংলা: Two miscreants arrested in Howrah হাওড়ার ব্যাঁটরা থানা এলাকায় ডাকাতির ঘটনায় গ্রেফতার দুই দুষ্কৃতী। ধৃত দুজনের নাম কার্তিক রাম এবং হেমন্ত মিশ্র। জালে। লেকটাউন থেকে কার্তিককে ও লিলুয়া থেকে হেমন্তকে গ্রেফতার করে ব্যাঁটরা থানার পুলিশ। সপ্তাহ খানেক আগে ব্যাঁটরা থানার অন্তর্গত বেলিলিয়াস রোডে লোহার গোডাউনে ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বেঁধে রেখে কোটি টাকা লুট করে দুই দুষ্কৃতী। ডাকাতির সেই ছবি ধরা পড়ে সিসিটিভিতে। পুলিশ সেই ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করলে মেল সাফল্য। তবে লুট হওয়া টাকা এখনও উদ্ধার করা যায়নি। ধৃতদের মঙ্গলবার হাওড়া আদালতে তোলা হল। ব্যাটরা থানা পুলিশ প্রশাসনের তরফ থেকে শনাক্তকরণের জন্য আবেদন জানানো হয়েছে ব্যবসায়ীকে।
ব্যাঁটরা থানা এলাকায় ডাকাতির ঘটনায় গ্রেফতার দুই দুষ্কৃতী Two miscreants arrested in Howrah
আরও পড়ুন : Deb appeared at CBI office গরুপাচার মামলায় সিবিআইয়ের তলব, নিজাম প্যালেসে হাজিরা দেবের
———–
Published by Subhasish Mandal