প্রসেনজিৎ রাহা, শিলিগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা: Two Kangaroos Rescued জলপাইগুড়ি জেলা থেকে উদ্ধার হল দুটি ক্যাঙ্গারু শাবক। শুক্রবার গাজোলডোবা ক্যানেল রোড থেকে ক্যাঙ্গারু দুটিকে উদ্ধার করল বৈকুণ্ঠপুর বনবিভাগের কর্মীরা। উদ্ধারের পর ক্যাঙ্গারুগুলোকে বেঙ্গল সাফারি পার্কে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।
বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, ‘গোপন সূত্রে আমাদের কাছে খবর আসে কিছু ওয়াইল্ড লাইফ পাচার হবে গাজলডোবা রোড দিয়ে। সেইমতো খবর পেয়ে জলপাইগুড়ি জেলার গাজোলডোবা এলাকার ক্যানেল রোডে আমরা পেট্রলিং করছিলাম। হঠাৎ করে আমাদের কাছে খবর আসে কিছুটা দূরেই দুটি ক্যাঙ্গারুর বাচ্চা রাস্তার মধ্যে চলাফেরা করছে। এরপর সেখান পৌঁছে উদ্ধার হয় ক্যাঙ্গারু দুটিকে উদ্ধার করে বেঙ্গল সাফারি পার্কে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। ক্যাঙ্গারু দুটি কীভাবে এখানে এল তার তদন্ত শুরু হয়েছে।’ Two Kangaroos Rescued
Two Kangaroos Rescued
আরও পড়ুন : PM Modi inspires students পরীক্ষা পে চর্চায় উৎসাহিত ছাত্রছাত্রীরা
————
Published by Subhasish Mandal