Monday, September 16, 2024
Homeরাজ্যজলপাইগুড়িTruck-lorry collision in Jalpaiguri ট্রাক-লরির মুখোমুখি সংঘর্ষ জলপাইগুড়িতে

Truck-lorry collision in Jalpaiguri ট্রাক-লরির মুখোমুখি সংঘর্ষ জলপাইগুড়িতে

সুপ্রিয় বসাক, জলপাইগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা: বাইক চালককে বাঁচাতে গিয়ে ট্রাক এবং লরির মুখোমুখি সংঘর্ষ। দুমড়ে মুচড়ে থাকা পিক আপের চালক দুর্ঘটনাগ্রস্ত পিক আপেই আটকে থাকলেন বেশ কিছুক্ষণ। দমকলকর্মী এবং স্থানীয়দের তৎপরতায় দরজা কেটে বের করা হল চালককে।ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের স্টেশন মোড় এলাকায়।

Truck-lorry collision in Jalpaiguri ট্রাক-লরির মুখোমুখি সংঘর্ষ জলপাইগুড়িতে

জানা যায় ধূপগুড়ির দিক থেকে একটি পিক আপ ভ্যান স্টেশন মোড়ের দিকে যাচ্ছিল, সেই সময় উল্টো দিক থেকে একটি লরি আসার পথে মাঝ দিয়ে একটি বাইক পিক আপ ভ্যানকে পাশ কাটিয়ে বেরিয়ে যায়। ওই বাইক চালককে বাঁচাতে গিয়ে দুইটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মুখোমুখি ধাক্কা মেরে রাস্তার পাশে নয়নজুলিতে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ এবং ট্রাফিক গার্ড।ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।আহত পিক আপ চালককে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি যাওয়া হলে তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular