অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে এসেছে সম্প্রতি। আর তাতে বাংলায় তৃণমূলের (Trinamool Congress) মাটি যে আগের থেকে আরও শক্ত হয়েছে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ঘাসফুল শিবিরের দখলে এসেছে ২৯টি আসন। আবার এর মধ্যে ১১ জনই মহিলা। শতাংশের বিচারে যা প্রায় ৩৮ শতাংশ। যে ১২ জন মহিলা তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছিলেন, তাঁর মধ্যে বিষ্ণুপুরের সুজাতা মণ্ডল বাদে সকলেই নির্বাচিত হন। আর এখানেই এক রেকর্ড গড়ে ফেলে মমতা মহিলা ব্রিগেড। রাজনৈতিক দলগুলির মধ্যে মহিলা সাংসদদের শতাংশ বিচারে দেশের মধ্যে প্রথম স্থানে চলে আসে তৃণমূল কংগ্রেস।
কে কে রয়েছেন এই মহিলা ব্রিগেডে?
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মহিলা ব্রিগেডে (Trinamool Congress) রয়েছেন, মহুয়া মৈত্র, সাজদা আহমেদ, মালা রায়, কাকলি ঘোষ দস্তিদার, শর্মিলা সরকার, জুন মালিয়া, রচনা ব্যানার্জি, শতাব্দী রায়, সায়নী ঘোষ, মিতালি বাগ এবং প্রতিমা মণ্ডল।
আরও পড়ুন :
তবে গতবারের লোকসভা নির্বাচনের তুলনায় দেশে এ বার মহিলা সাংসদদের মোট সংখ্যা কিছুটা হলেও কমেছে। ২০১৯-এ ছিলেন ৭৮ জন মহিলা সাংসদ, আর এবার তা নেমে হয়েছে ৭৪। ২০০৯ ও ২০১৪-র লোকসভা ভোটে সেই সংখ্যাটা ছিল যথাক্রমে ৫৯ ও ৬২ জন।
অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস-এর (এডিআর) তখ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, কংগ্রেসের ১৩ শতাংশ, সমাজবাদী পার্টির ১৪ শতাংশ, ডিএমকে-এরও ১৪ শতাংশ, জেডিইউ-এর ১৭ শতাংশ এবং টিডিপি-র ৬ শতাংশ নির্বাচিত মহিলা প্রার্থী রয়েছেন। এদিকে, বিজেপির ২৪০ জন সাংসদের মধ্যে মহিলার সংখ্যা ৩১, যা কংগ্রেসের মতোই প্রায় ১৩%।