উপনির্বাচনের দিনও রক্তাক্ত হল উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায়। বুধবার সকালে তৃণমূলের এক বুথ সভাপতিকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। জানা গিয়েছে নিহত ওই তৃণমূল নেতার নাম অশোক সাউ।
কী জানা গিয়েছে?
অভিযোগ, বুধবার সকালে অশোক সাউ যখন বাজারে বের হন, তখন তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপরেই সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় ওই তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। তবে শেষ রক্ষা করা যায়নি।
কাঠগড়ায় তৃণমূল?
এদিকে, তৃণমূল নেতা হত্যার ঘটনায় এরইমধ্যে শাসকদলের দিকেই গোষ্ঠী কোন্দলের আঙুল তুলেছে বিজেপি। আবার এই অভিযোগকে নস্যাৎ করে পাল্টা দেয় ঘাসফুল শিবিরও। এদিকে এই ঘটনার পিছনে পুরোনো শত্রুতার তত্ত্বকেও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
আরও পড়ুন: RG Kar Case: ‘ফাঁসানো হয়েছে’, আদালতের বাইরে ফের ‘বিস্ফোরক’ সঞ্জয় রায়!
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালে ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি ছিলেন অশোক সাউ। তিনি তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী। বুধবার সকালে রাস্তায় তাঁকে পিছন থেকে কয়েকজন যুবক বাইকে করে অনুসরণ করছিল। রাস্তাতেই বাইক থেকে একজন যুবক তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ ওঠে।
এদিকে মৃতের ভাই সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিলেন এই মৃত্যুর ঘটনায়। সেই সঙ্গে পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ করলেন প্রদীপ সাউ।