বাংলায় রেশন দুর্নীতিকাণ্ডের (Bengal Ration Scam) সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবার ইডির হাতে গ্রেফতার হলেন দেগঙ্গার তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট আনিসুর রহমান এবং তাঁর ভাই আলিফ নুর। প্রায় ১৫ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর শুক্রবার তাঁদের গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের আধিকারিকরা। তাঁদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে আজ।
কী জানা যাচ্ছে?
সূত্রের খবর, মঙ্গলবার অভিযুক্তদের বাড়িতে তল্লাশি অভিযানের পর উভয়কেই বৃহস্পতিবার ইডির কলকাতার অফিসে তলব করা হয়েছিল। সিজিও কমপ্লেক্সে তাঁরা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। কিন্তু তদন্তে সহযোগিতা না করা এবং অসংলগ্ন বিবৃতির প্রেক্ষিতে তাঁদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন : Firhad Hakim : ‘বিতর্কিত’ মন্তব্য করে ফের ‘বিপাকে’ কলকাতার মেয়র ফিরহাদ?
ইডি সূত্রে জানা যাচ্ছে, প্রশ্নোত্তর পর্বের (Bengal Ration Scam) সময় অভিযুক্তদের বিবৃতিতে সন্তুষ্ট হতে পারেননি তদন্তকারী আধিকারিকরা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করা হয়।