Sunday, September 8, 2024
Homeরাজ্যTrafficker arrested with ivory পাচারের আগেই শিলিগুড়িতে হাতির দাঁত-সহ দুজনকে আটক করল...

Trafficker arrested with ivory পাচারের আগেই শিলিগুড়িতে হাতির দাঁত-সহ দুজনকে আটক করল বিএসএফ

প্রসেনজিৎ রাহা, শিলিগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা Trafficker arrested with ivory নেপালে পাচারের আগেই হাতির দাঁত-সহ দুজনকে আটক করল বিএসএফের ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। হাতির দাঁতটির বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের  ঘোষপুকুর কলেজ মোড় এলাকা থেকে বিএসএফের ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা গোপন সূত্রে খবর পেয়ে দুজন ব্যক্তিকে আটক করে। দুজন ব্যক্তিকে তল্লাশি করার পর একজন ব্যক্তির ব্যাগ থেকে একটি হাতির দাঁত উদ্ধার হয়।

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ঘোষপুকুর বনবিভাগের কর্মীদের। বিএসএফ জওয়ানরা হাতির দাঁত-সহ দুজন ব্যক্তিকে বন বিভাগের কর্মীদের হাতে তুলে দেয়। তাদের আটক করে ঘোষপুকুর বনবিভাগের কার্যালয়ে নিয়ে আসা হয় এবং জিজ্ঞাসাবাদ চালানোর পর ফাঁসিদেওয়া থানা পুলিশকে হেফাজতের জন্য দেওয়া হয়েছে। যে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে তাদের নাম নীতুল নাগাচিয়া। সে বাগডোগরার তারবান্দা এলাকার বাসিন্দা। আরেকজনের নাম বুধু সামাদ,  ফাঁসিদেওয়ার  চট হাটের বাসিন্দা সে। অনুমান করা হচ্ছে হাতির দাঁতটি নেপালে পাচারের উদ্দেশে তারা নিয়ে যাচ্ছিল।

Trafficker arrested with ivory

আরও পড়ুন : Returned from Ukraine যুদ্ধের আতঙ্ক ও ভয়াবহতা নিয়ে ভগবানপুরের বাড়িতে ফিরল মহম্মদ আরিফ

Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular