Friday, November 22, 2024
Homeরাজ্যউত্তর ২৪ পরগণাTraces of child trafficking cycle হাবরায় শিশু পাচার চক্রের হদিশ,গ্ৰেফতার ৪

Traces of child trafficking cycle হাবরায় শিশু পাচার চক্রের হদিশ,গ্ৰেফতার ৪

সোমনাথ মজুমদার, হাবড়া,ইন্ডিয়া নিউজ বাংলা,Traces of child trafficking cycle শিশু পাচার চক্রের হদিশ মিলল রাজ্যে। সদ্যজাত শিশু কন্যাকে চার লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করতে এসে হাতেনাতে গ্রেপ্তার ৪ অভিযুক্ত। এদের মধ্যে দুজন মহিলাও রয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবরায়।

বুধবার গোপন সূত্রে হাবরা পুলিশের কাছে খবর আসে, লাবনী দাশ ও  হাফিজা খাতুন নামে দু’জন মহিলা একটি শিশুকে বিক্রি করতে আসছে। সেই মতো মহিলা পুলিশকর্মীদের নিয়ে ফাঁদ পাতে পুলিশ ৷ মেলে সাফল্য ,হাতেনাতে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।উদ্ধার হয় চারদিনের ছোট্ট শিশু কন্যা৷ শিশুটি এই মুহূর্তে হাবরা হাসপাতালে এসএনসিউ(SNCU) বিভাগে চিকিৎসাধীন।

৪ লক্ষ্য টাকায় বিক্রি ৪ দিনের শিশুকন্যা Traces of child trafficking cycle 

পুলিশ সুত্রে দাবি ,অভিযুক্ত দুই মহিলা- পুলিশি জেরায় স্বীকার করেছে, এর আগেও একাধিক শিশু বিক্রির ঘটনার সাথে তারা যুক্ত ছিল। দু’জনেরই বাড়ি উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার বামুনগাছি এলাকায় ।
পুলিশি জেরায় দুই মহিলা স্বীকার করেছে বামুনগাছি এলাকারই মর্জিনা খাতুন ও কবির মন্ডলের সন্তান এই শিশু কন্যাটি। এই দম্পতির আরও চারটি সন্তান রয়েছে বলে জানা যাচ্ছে। পঞ্চম সন্তান জন্মানোর সমস্ত খরচ বহন করে লাবনী দাশ। শিশুুুটিকে চার লক্ষ টাকায় বিক্রি করে তার মধ্যে ৫০ হাজার টাকা দেওয়ার কথা ছিল শিশুটির মা মর্জিনা খাতুনকে।

শিশুকন্যা বিক্রির পিছনে জড়িত শিশুটির বাবা মা Traces of child trafficking cycle 

 

বুধবার রাতেই শিশুটির বাবা -মা সহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এবং এই চক্রের সাথে আর কে বা কারা  যুক্ত আছে তা খতিয়ে দেখছে হাবড়া থানার পুলিশ। জানা গেছে অভিযুক্তদের বৃহস্পতিবার পাঠানো হবে বারাসত আদালতে, শিশুটিকে তুলে দেওয়া হবে চাইল্ড লাইনের হাতে।

আরও পড়ুন : স্কুল খুলতেই উলটপুরাণ! অনলাইন পরীক্ষার দাবিতে বেসরকারি স্কুলে ছাত্র বিক্ষোভ

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular