সৌম্য প্রামাণিক, পূর্ব মেদিনীপুর, ইন্ডিয়া নিউজ বাংলা : উৎসবের চেনা ছন্দে কোথাও যেন তাল কাটল সৈকত শহর দিঘায়। শুক্রবার রাতে বেড়াতে এসে এক পর্যটকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দিঘায়। জানা গেছে ওই পর্যটকের নাম রংবাল মুরগান (৪২)। বাড়ি হাওড়ার বালি এলাকায়।
দিঘায় বড়দিনের ছুটি কাটাতে এসে পর্যটকের মৃত্যু (Tourist dies in Digha)
গতকাল বড়দিন উপলক্ষে পরিবারের সঙ্গে দিঘা বেড়াতে আসেন ওই ব্যক্তি। এরপর সন্ধ্যা নাগাদ আচমকা হোটেলের চেয়ারে বসে থাকা অবস্থায় উল্টে পড়ে যান তিনি। এরপর রাতেই তাঁকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা সেখানে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। প্রকৃত মৃত্যুর কারণ জানতে দিঘা থানার পুলিশ আজ কাঁথি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য দেহটি পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান হৃদযন্ত্রের সমস্যাতেই মৃত্যু হয়েছে ওই পর্যটকের।
———–
Published by Subhasish Mandal